অশোকনগরে উপপ্রধান খুনের ঘটনায় নয়া মোড়! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar) গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস (Bijan Das) খুনের ঘটনায় এবার নয়া মোড়। শুক্রবার সকালে খুনের ঘটনায় ধৃত পলাশ শর্মার (Palash Sharma) বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। আর এমন ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই অশান্ত হয়ে উঠল গুমা (Guma)। পুলিশ সূত্রে খবর, যেখানে পঞ্চায়েত উপপ্রধান খুন হন, তার থেকে ১০০ মিটারের মধ্যেই লুকানো ছিল আগ্নেয়াস্ত্রগুলি। আর তা দিয়েই খুনের অভিযোগ তুলে পলাশের পরিবারের বাকি সদস্যদেরও গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা। এদিকে স্থানীয়রা বৃহস্পতিবারই ঘটনার অন্য আরেক এক অভিযুক্ত গৌতম দাসের (Goutam Das) বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে শুক্রবার সকালেই গুমা স্টেশন রোডে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এখনও বন্ধ রয়েছে এলাকার দোকানপাট। এদিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা তাঁদের উপর চড়াও হয় স্থানীয়রা।

উল্লেখ্য, রবিবার রাতে গুমার নিবেদিতা পল্লি এলাকার বাসিন্দা তুহিন দত্তের বাড়িতে ঘুমোচ্ছিলেন উপপ্রধান বিজন দাস। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে তাঁকে খুব কাছ থেকে গুলি করেন আততায়ী। তাঁর মাথায়-পিঠে গুলি লাগে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় নাম জড়িয়েছে ওই পঞ্চায়েতেরই প্রধান ও তাঁর স্বামীর। এদিক গত সোমবার অশোকনগর থানায় বিজনের মেয়ে কোয়েনা পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী-সহ ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Previous articleশনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে বাতিল ২৭০টি লোকাল ট্রেন! যাত্রীদের ভোগান্তির আশঙ্কা
Next articleআগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে ফের বৃষ্টি! সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের