Saturday, November 8, 2025

অশোকনগরে উপপ্রধান খুনের ঘটনায় নয়া মোড়! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

Date:

উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar) গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস (Bijan Das) খুনের ঘটনায় এবার নয়া মোড়। শুক্রবার সকালে খুনের ঘটনায় ধৃত পলাশ শর্মার (Palash Sharma) বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। আর এমন ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই অশান্ত হয়ে উঠল গুমা (Guma)। পুলিশ সূত্রে খবর, যেখানে পঞ্চায়েত উপপ্রধান খুন হন, তার থেকে ১০০ মিটারের মধ্যেই লুকানো ছিল আগ্নেয়াস্ত্রগুলি। আর তা দিয়েই খুনের অভিযোগ তুলে পলাশের পরিবারের বাকি সদস্যদেরও গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা। এদিকে স্থানীয়রা বৃহস্পতিবারই ঘটনার অন্য আরেক এক অভিযুক্ত গৌতম দাসের (Goutam Das) বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে শুক্রবার সকালেই গুমা স্টেশন রোডে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এখনও বন্ধ রয়েছে এলাকার দোকানপাট। এদিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা তাঁদের উপর চড়াও হয় স্থানীয়রা।

উল্লেখ্য, রবিবার রাতে গুমার নিবেদিতা পল্লি এলাকার বাসিন্দা তুহিন দত্তের বাড়িতে ঘুমোচ্ছিলেন উপপ্রধান বিজন দাস। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে তাঁকে খুব কাছ থেকে গুলি করেন আততায়ী। তাঁর মাথায়-পিঠে গুলি লাগে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় নাম জড়িয়েছে ওই পঞ্চায়েতেরই প্রধান ও তাঁর স্বামীর। এদিক গত সোমবার অশোকনগর থানায় বিজনের মেয়ে কোয়েনা পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী-সহ ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version