Wednesday, August 27, 2025

প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) নয়া প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা আদালত (Calcutta High Court)। শুক্রবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha)এজলাসে প্রাথমিক মামলার শুনানি ছিল। তখনই নতুন প্যানেল প্রকাশ করে ৩৯ জন প্রার্থীকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় আদালত। এই মামলায় ৯,৫৩৩ জনের নিয়োগের একটি প্যানেল প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁদের ওই প্রশিক্ষণের শংসাপত্র যদি গ্রাহ্য হয়, তবে সুপ্রিম কোর্টের প্যানেলের ৯,৫৩৩ জন চাকরিপ্রার্থীর চেয়েও তাঁদের প্রাপ্য নম্বর বেশি। এর প্রেক্ষিতে হাইকোর্ট জানায় যে সুপ্রিম নির্দেশে যে প্যানেল প্রকাশ করা হয়েছে তাতে হাত দেওয়ার প্রয়োজন নেই। তবে ৩৯ জন প্রার্থীর ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র আগে যাচাই করতে হবে। এরপরই নতুন প্যানেল প্রকাশ করতে হবে।

বিচারপতি মান্থা শুনানি চলাকালীন জানান, আগে দেখতে হবে মামলাকারীরা পাশ করেছেন কী না। যদি দেখা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি প্যানেলের অন্তর্ভুক্ত প্রার্থীদের থেকে মামলকারীরা বেশি নম্বর পেয়েছেন, তা হলে এঁদের জন্য আলাদা প্যানেল করতে হবে। এবং সেই মতোই নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে ২০২২ সালে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয়। মামলা যায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ তুলে প্রায় ১২ হাজার প্রার্থীর মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয়। সেই মতো ১১৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পর ওই ১২ জন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়া DLEd প্রশিক্ষিত আরও ৩৯ জনও আলাদা করে মামলা করেন আদালতে। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিলেন বিচারপতি মান্থা।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version