Tuesday, November 11, 2025

দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ! হাইকোর্টের দ্বারস্থ হিমাচলের ৬ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক

Date:

হিমাচলের বিদ্রোহী ৬ কংগ্রেস বিধায়কের বিধানসভার সদস্যপদ খারিজ করলেন স্পিকার কুলদীপ সিং পাঠানিয়া। দলত্যাগ বিরোধী আইনে বৃহস্পতিবার তাঁদের সদস্যপদ খারিজ হয়েছে বলে জানিয়েছেন হিমাচলের স্পিকার। দলীয় হুইপ অমান্য করে বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সরকারের বাজেট প্রস্তাব সংক্রান্ত অর্থবিলের পক্ষে ভোট না দেওয়ায় ৬ জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কড়া পদক্ষেপ করা হয়েছে। এর ফলে আপাতত কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমলেও আস্থা ভোটের প্রসঙ্গ এলে বিদ্রোহী বিধায়কদের আর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকছে না। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পেতে পারে সুখুর নেতৃত্বাধীন হিমাচলের কংগ্রেস সরকার। যদিও হিমাচলে কংগ্রেস সরকারের অভ্যন্তরীণ বিবাদের সুযোগ নিয়ে ঘুরপথে সরকার ফেলার সবরকম চেষ্টা শুরু করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্ররোচনাতেই খোদ প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিংয়ের অনুগামী বিধায়করা রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে হারাতে বিজেপি প্রার্থীকে ভোট দেন। এমনকি মন্ত্রিত্ব থেকে পদত্যাগের চিঠি দিয়েছেন প্রতিভা সিংয়ের ছেলে বিক্রমাদিত্যও। সব মিলিয়ে হিমাচলে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে সামনে রেখে সবরকম কূটকৌশল প্রয়োগের চেষ্টা শুরু করেছে বিজেপি। আর তা রুখতে এবার পদক্ষেপ করলেন বিধানসভার স্পিকারও। সদস্যপদ খারিজের বিরুদ্ধে এদিনই হিমাচল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিদ্রোহীরা।

বিধায়ক পদ খারিজ হওয়া সদস্যরা হলেন লাহুল-স্পিতির রবি ঠাকুর, সুজনপুরের রাজেন্দ্র রানা, ধরমশালার সুধীর শর্মা, বারসারের ইন্দ্রদত্ত লক্ষ্মমণ পাল, গগরেটের চৈতন্য শর্মা ও কুটলেহার দেবেন্দ্র ভুট্টো। পরপর দু’দিন তাঁরা কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে বিজেপির হয়ে কাজ করেছেন। মঙ্গলবার হিমাচলের একটি রাজ্যসভা আসনে ভোটাভুটির সময় বিজেপি প্রার্থী হর্ষ মহাজনের সমর্থনে ক্রস ভোটিং করেছিলেন তাঁরা। বুধবারও ফের তাঁরা দলীয় হুইপ অমান্য করে রাজ্যের বাজেট প্রস্তাব সংক্রান্ত অর্থবিলের ভোটাভুটিতে অংশ নেননি। পরিষদীয় নিয়ম অনুসারে রাজ্যসভা ভোটের জন্য হুইপ জারি করা যায় না। সেক্ষেত্রে দলের বিপক্ষে অবস্থান নিলেও দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু বাজেট সংক্রান্ত অর্থবিল পাশের ক্ষেত্রে দলের হুইপ অমান্য করায় স্পিকার তা হাতিয়ার করে ব্যবস্থা নিয়েছেন।

আরও পড়ুন- শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় বাকি ১০ জনকেও যাবজ্জীবন কারাদণ্ড

 

Related articles

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...

এবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের আদালত চত্বর! মৃত ৯, আহত বহু

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder...

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...
Exit mobile version