Saturday, November 8, 2025

সংসদ সদস্যদের উপর ডিজিটালি নজরদারি নয়: সুপ্রিম কোর্ট

Date:

সংসদের সদস্যদের উপর ডিজিটালি নজরদারি করার নির্দেশ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার এজলাসে এই মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের (CJI D.Y. Chandrachud,Justices J.B. Pardiwala and Manoj Misra) বেঞ্চ PIL খারিজ করে দেন। শুধু তাই নয় ভবিষ্যতেও যে এই সংক্রান্ত মামলা করা যাবে না, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত (SC)। প্রধান বিচারপতি জানান, দেশের সাংসদ – বিধায়কদের উপর এভাবে নজরদারি সম্ভব নয়।

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায় এভাবে কারোর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায়না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পর্যবেক্ষণ হল, যে আদালত সমস্ত নির্বাচিত সাংসদদের ডিজিটালি পর্যবেক্ষণ করতে পারে না। প্রত্যেকের গোপনীয়তার মৌলিক অধিকার রয়েছে। এরকম পর্যবেক্ষণ শুধুমাত্র একজন দোষী সাব্যস্ত অপরাধীর জন্য করা হয়। কারণ এটা মনে করা হয় যে অপরাধী হয়তো ন্যায়বিচার থেকে পালিয়ে যেতে পারেন। এরপরই আদালত জানায় এই বিষয়ে যুক্তি দেখাতে চাইলে সেক্ষেত্রে মামলাকারীর উপর প্রায় ৫ লক্ষ টাকা আরোপ করা হবে। এভাবে আদালতের সময় নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। এদিন শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন,”জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচিত হওয়ার পর সাংসদরা শাসকের মতো আচরণ শুরু করেন। জনসেবকের এই আচরণ কাঙ্খিত নয়। এই যুক্তি প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি বলেছেন,”সব সংসদ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করা যায় না। গণতন্ত্রে একজন নাগরিক কীভাবে আইন তৈরি করবে? নির্বাচিত সংসদ সদস্যদের অংশগ্রহণের পর সংসদে সমস্ত আইন পাস হয়। স্বতন্ত্র নাগরিক হিসেবে আমরা আইনকে ‘ব্যক্তিগত’ বলে চিহ্নিত করতে পারি না।” তাই এই ধরণের মামলাকে সময় দেওয়া মানে আদালতের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি। যদিও কোনও ফাইন আরোপ করা হয়নি বলেই খবর।


Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version