Wednesday, August 20, 2025

বিক্রমাদিত্যর পাল্টা চালে চাপে সুখু! ‘বিদ্রোহী’ বিধায়কদের দলে ফেরানোর তোড়জোড় শুরু?

Date:

সময় যত গড়াচ্ছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) রাজনৈতিক অস্থিরতা আরও মাথাচাড়া দিচ্ছে। বৃহস্পতিবারই বিজেপি (BJP) বিধায়কদের ক্রস ভোটিংয়ের (Cross Voting) অভিযোগে ৬ বিধায়ককে বরখাস্ত করেন সেরাজ্যের স্পিকার কুলদীপ সিং পাথানিয়া। এমন সময় ঘর ভাঙার আশঙ্কার মাঝেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উপর চাপ বাড়াতে এবার ‘বিদ্রোহী’ ৬ বিধায়ককে দলে ফেরানোর চেষ্টা শুরু করলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং (Bikramaditya Singh)। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থীর হয়ে ক্রশ ভোটিং এবং বুধবার বিধানসভায় দলের হুইপ অমান্য করে বাজেট প্রস্তাবের ভোটাভুটিতে অংশ না নেওয়ায় দলত্যাগবিরোধী আইন প্রয়োগ করে ৬ কংগ্রেস বিধায়কের সদস্যপদ বৃহস্পতিবার খারিজ করেছেন স্পিকার। যদিও বিক্রমাদিত্য দিন কয়েক আগেই দল ছাড়তে চেয়ে নাটক শুরু করলেও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌছতে পারেননি তিনি। আর এমন আবহে তিনি যে মাস্ট্রারস্ট্রোক দিলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সরকার বাঁচাতে বৃহস্পতিবারই রাজিন্দার রানা, সুধীর শর্মা, ইন্দার দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুটু, রবি ঠাকুর এবং চেতন্য শর্মাকে বরখাস্ত করেছেন স্পিকার। যদিও স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন ওই ছয় বিধায়ক। তবে তাঁদের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, বিক্ষুব্ধ ৬ কংগ্রেস বিধায়কই দীর্ঘদিন বীরভদ্র পরিবারের ঘনিষ্ঠ। আর সেকারণে বিক্রমাদিত্য তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার পরই আরও জল্পনা বাড়ছে। তবে কী হিমাচল প্রদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

তবে রাজনৈতিক মহলের ধারণা, বীরভদ্র সিংয়ের পরিবারের ইশারাতেই ওই ৬ বিধায়ক দলের বিরুদ্ধে গিয়ে বিজেপিকে ভোট দেন। এরপরই পালটা চালে সুখু সরকার ওই ছয় বিধায়কের পদ বাতিল করে দেওয়ায় চাপে পড়ে গিয়েছে বীরভদ্র শিবির। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা হিমাচল প্রদেশের কংগ্রেস সভাপতি প্রতিভা সিং (Pratibha Singh) চাইছেন ওই ছ’জনকে যেনতেন প্রকারে দলে ফেরাতে। তবে মজার কথা হল, ওই বিদ্রোহীরা যখন হরিয়ানায় লুকিয়ে ছিলেন তখনই তাঁদের সঙ্গে দেখা করেন বীরভদ্রর পুত্র বিক্রমাদিত্য।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version