Monday, August 25, 2025

আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে ফের বৃষ্টি! সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

সকালের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা (Temperature)। আবহাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, দোল অর্থাৎ আগামী ২৫ মার্চ পর্যন্ত শীতের (Winter) আমেজ বজায় থাকবে। শুক্রবার সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।

এদিন হাওয়া অফিস আরও জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি শনিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি। যদিও রবিবার থেকেই সেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর। তবে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে তাপমাত্রা। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বলেও সাফ জানিয়েছে আলিপুর। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে।

পাশাপাশি এদিন হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেকারণেই নতুন করে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version