Thursday, August 21, 2025

গতকাল এগিয়ে থেকেও ওড়িশা এফসির কাছে ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন না নওরেম মহেশ, সৌভিক চক্রবর্তী, নন্দকুমারা। এদেরকে বাদ দিয়েই দল নামিয়েছিল লাল-হলুদ। ওড়িশাড় বিরুদ্ধে কেন এই ফুটবলারদের বাদ রেখে দল সাজালেন কার্লোস কুয়াদ্রাত? তা নিয়ে মুখ খুললেন দলের সহকারী কোচ বিনু জর্জ। ম্যাচ শেষে জানালেন পরিকল্পনা অনুযায়ী দল নেমেছিল ওড়িশার বিরুদ্ধে।

এই নিয়ে বিনু জর্জ বলেন, “ তিনদিন আগে চেন্নাইয়ানের বিরুদ্ধে আমাদের একটা কঠিন ম্যাচ খেলতে হয়েছে। সেদিন যারা খেলেনি, তাদের এই ম্যাচে নামানোর পরিকল্পনা ছিল আমাদের। তা-ও আমরা ওড়িশার থেকে গোলের বেশি সুযোগ তৈরি করেছি। পর পর ম্যাচ খেলা আইএসএলের নিয়মের মধ্যেই পড়ে। সেটা মেনেই খেলতে হবে। কিছু করার নেই।’’

এদিকে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ হারলেও তা নিয়ে বেশি ভাবছেন না বিনু জর্জ। জানালেন , কুয়াদ্রাতের পরামর্শ মতোই দায়িত্ব পালন করেছেন তিনি। এই নিয়ে বিনু জর্জ বলেন, “ এই হারকে আমরা নেতিবাচক ভাবে দেখছি না। আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে। যেমন বিষ্ণু। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাওয়ায় ওর আত্মবিশ্বাসও বৃদ্ধি পেয়ে গিয়েছিল। আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি।”

আরও পড়ুন- জাতীয় শিবিরে ‘না’ বজরং-এর, কিন্তু কেন ?


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version