Monday, August 11, 2025

মোদির গ্যারান্টির ওয়ারেন্টি নেই! ভিডিও পোস্ট করে প্রমাণ অভিষেকের

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নিজেই নিজের ঢাক পেটাতে ‘মোদি কি গ্যারান্টি’ বলে চিৎকার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু সেই Guarantee যে একেবারেই টেকসই নয়, নিজের এক্স হ্যান্ডলে দু মিনিটের ভিডিও পোস্ট করে তা প্রমাণ করে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। আর সভা মঞ্চ থেকে তিনি নিশানা করেন বাংলার শাসকদলকে। বারবার বলেন মোদির গ্যারান্টির কথা। অথচ ২০১৪ থেকে ২৪- এই ১০ বছরে বিভিন্ন সময় যে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তার কোনটাই পালন করেননি নরেন্দ্র মোদি। প্রথমবার নির্বাচনে আগে মোদি বলেছিলেন, জিতলে সব ভারতীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দিয়ে দেবেন। দ্বিতীয়বারের প্রধানমন্ত্রীত্ব শেষ করে লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়েও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তৃণমূল সংসদের পোস্ট করা ভিডিওতে অবশ্য দেখা যাচ্ছে মোদির মন্ত্রিসভার সেকেন্ডম্যান অমিত শাহ একটি সাক্ষাৎকারে বলছেন, “ওই টাকা যে পাওয়া যাবে না, সেটা মোদিও জানেন, আমিও জানি, বাকিরাও জানেন।” কী সাংঘাতিক জুমলা!

কর্মসংস্থানের কথা বলেছিলেন মোদি। অথচ রেকর্ড মাত্রায় বেড়েছে বেকারত্ব। প্রধানমন্ত্রী বলেছিলেন, কেউ খালি পেট ঘুমোতে যাবে না। অথচ বন্ধ করে দিয়েছেন বিনামূল্যের রেশন। কৃষকদের সম্মানের কথা বলেছিলেন মোদি। অথচ গত কয়েক বছরে ফসলের মূল্য না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু কৃষক।

নারীর সম্মানের কথা বলে স্লোগানও দিয়েছিল মোদি সরকার। অথচ দেশের জন্য পদকজয়ী মহিলা কুস্তিগীররা বিজেপি সংসদের হাতেই শ্লীলতাহানির শিকার।

দু মিনিটের ভিডিও-তে একদিকে মোদির মিথ্যে প্রতিশ্রুতি আর অন্যদিকে দেশের গরিব মানুষের বাস্তব অবস্থাটা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মানুষের মাথার উপর ছাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। অথচ বাংলার আবাস যোজনার লক্ষ মানুষের টাকা দেয়নি কেন্দ্র। আদিবাসীদের সম্মানের কথা বলেন প্রধানমন্ত্রী। আর এদিকে বিজেপিশাসিত রাজ্যে বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ নেতা আদিবাসী যুবকের মুখে মূত্র ত্যাগ করতেও লজ্জা পাননি।

ঘটনা তুলে তুলে অভিষেক দেখিয়ে দিয়েছেন, মোদির প্রতিশ্রুতি আসলে ভাঁওতা। তাঁর গ্যারান্টি কোনও ওয়ারেন্টি নেই। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, সেটা করে দেখান। বাংলার কোণায় কোণায় যেখানে সমস্যার কথা মানুষ তাঁকে জানিয়েছে, তিনি সেখানেই সেই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কথা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- ১০০ দিনের বকেয়া মেটানোর কাজে গতি আনতে আরও বরাদ্দ রাজ্যের

 

spot_img

Related articles

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আগামী সপ্তাহেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা বোর্ডের

সবকিছু ঠাকঠাক চললে আগামী সপ্তাহেই এশিয়া কাপের (Asia Cup) দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। আগামী সেপ্টেম্বর থেকে...