Wednesday, November 5, 2025

পর্দায় ফিরছেন মহানায়ক! ‘অতি উত্তম’ ট্রেলারে উচ্ছ্বসিত অমিতাভ

Date:

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত বহু প্রতীক্ষিত ‘অতি উত্তম’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। VFX এর সৌজন্যে বড় পর্দায় স্বমহিমায় দেখা যাবে বাঙালির মহানায়ক উত্তমকুমারকে (Uttam Kumar)। এ ছবি সৃজিতের অন্যতম ড্রিম প্রজেক্ট। প্রথম ঝলকেই পরিচালক বুঝিয়ে দিলেন একেবারে অন্যরকম ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন। আর ট্রেলার দেখেই আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ‘অতি উত্তম’ (Oti Uttam) নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

‘অতি উত্তম’ নামের মধ্যেই লুকিয়ে আছেন মহানায়ক। সেইমতো চিত্রনাট্যকে পরিপূর্ণতা দিতে এই ছবির একটি চরিত্র উত্তমকুমার। তিনি বাঙালির রোম্যান্টিক আইকন হয়েই আসেন, কথা বলেন। এবং প্রেমের টিপস দেন। তবে আসল আনন্দ আর নস্টালজিয়া উত্তমকুমারকে চেনা স্টাইলে সিলভার স্ক্রিনে দেখায়, বলছেন অনুরাগীরা। আসলে উত্তম-অভিনীত চরিত্রের নানা ফুটেজ জুড়ে একটা চরিত্র নির্মাণ করা হয়েছে। এই ছবিতে ভিএফএক্স-এর দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিচালকের কথায়, “চিত্রনাট‌্য লিখতে আমার তিন বছর লেগেছে। যা যা সংলাপ বা ছবির চলন ইত‌্যাদি মাথায় রেখে ব‌্যাক ক‌্যালকুলেট করে আমাকে চিত্রনাট‌্য লিখতে হয়েছে।” এই ছবির ট্রেলার দেখেই তা শেয়ার করে এক্স হ্যান্ডেলে নিজের ভাল লাগার কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

অনিন্দ‌্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে রয়েছেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ‌্যায়। চলতি মাসেই মুক্তি পাচ্ছে এই সিনেমা।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version