Tuesday, November 4, 2025

চন্দ্রযান-৩ সফল অবতরণের পর যখন গোটা বিশ্ব ইসরো-কে (ISRO) প্রশ্ন করেছিল – এরপর কী? ইসরো-র কাছে তখন একাধিক উত্তর ছিল। চাঁদের পর সূর্যের অভিযান, মহাকাশে মানুষ পাঠানোর অভিযান। কিন্তু বিভিন্ন দিকে রকেট ছোটানোর মাঝেও ইসরো ভুলে যায়নি তাদের চাঁদ অভিযান এখনও সম্পূর্ণ হয়নি। চাঁদে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) পৌঁছালেও ফিরে আসতে পারেনি। এবার সেই অভিযানের সময় নির্ধারণ করে ফেলল ইসরো।

একদিকে ২০৪০ সালের মধ্যে মহাকাশে মানুষ সহ গগনযান পাঠানোর পরিকল্পনায় রাশিয়ায় প্রাথমিক ১৩ মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। আর তারই সঙ্গে জোর কদমে প্রস্তুতি চলছে চন্দ্রযান-৪ নিয়ে। আপাতত ইসরো-র লক্ষ্য ২০২৭ সালে চন্দ্রযান-৪ (Chandrayaan-4) পাড়ি দেবে চাঁদে। এই যান চাঁদে পৌঁছে সেখান থেকে মাটি সংগ্রহ করে ফিরে আসবে পৃথিবীতে। সেই মাটি বা চাঁদের অংশ পরীক্ষামূলক কাজের জন্য ব্যবহার করা হবে দেশের গবেষণাগারে।

চন্দ্রযান-৩ বা চন্দ্রযান-২ এর মূলত দুটি অংশ ছিল। তবে চন্দ্রযান-৪-এর পাঁচটি অংশ থাকবে। ইসরো-র বর্ণনা অনুযায়ী ডিসেন্ডার মডিউল (Descender Module), অ্যাক্সেন্ডার মডিউল (Ascender Module), প্রোপালশন মডিউল (Propulsion Module), রি-এন্ট্রি মডিউল (Re-entry Module) ও ট্রান্সফার মডিউল (Transfer Module) নিয়ে চাঁদে পাড়ি দেবে এই চন্দ্রযান। চন্দ্রযান-৩ এর মতো সব পদ্ধতি মেনেই চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৪। তবে তারপরে এর নতুন অনেকগুলো কাজ বাকি থাকবে। ন্যাশানাল স্পেস সায়েন্স সিম্পোজিয়মে (National Space Science Symposium) সেই বর্ণনা দিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ।

এই যন্ত্রগুলি প্রথমত চাঁদের সফট ও নিরাপদ ল্যান্ডিং সম্পন্ন করবে। তারপর সেখানে থেকে নমুনা সংগ্রহ করে তা পাত্রে রাখবে। সংগৃহিত জিনিস নিয়ে ফিরে আসবে চন্দ্রযানে। চন্দ্রযান ফের চাঁদের অরবিটে ফিরবে। সেখানে উপযুক্ত মডিউলে সেই চাঁদ থেকে সংগৃহিত জিনিস সরবরাহ করা হবে। তারপর সেই মডিউলটি আবার পৃথিবীর কক্ষপথে ঘুরে পৃথিবীর বুকে ফিরিয়ে দেবে চাঁদ থেকে সংগৃহিত জিনিস।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version