Friday, August 22, 2025

সিউড়ির নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুতে এবার সক্রিয় ভূমিকা গ্রহণ শুরু করল শিকাগোর বিদেশমন্ত্রকের ভারতীয় দফতর। আমেরিকার পুলিশের তদন্তে সব রকম সহযোগিতার পাশাপাশি তাদের তদন্ত প্রক্রিয়ার ওপরও নজরদারি শুরু করা হল কনসুলেটের তরফে। শিল্পীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হয়েছে। যদিও গত দুমাসে আমেরিকায় প্রায় ১০জন ভারতীয় নাগরিকের মৃত্যু হলেও আততায়ীদের বেশিরভাগ ক্ষেত্রেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুর খবর হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রয়াত শিল্পীর বন্ধু দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রক এমনকি প্রধানমন্ত্রীর নজরে আনেন। তার আগে পরিবারের ছেলের মৃত্যুর খবর শুনে স্মম্ভিত কাকা-কাকিমা সিউড়ি থানার দ্বারস্থ হন। তাঁরা ভাইপোর দেহ ফেরতের দাবি জানান। কিন্তু তাতে খুব বেশি অগ্রগতি সম্ভব হয়নি। তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিদেশমন্ত্রক নড়েচড়ে বসে। আগেও আমেরিকায় নিখোঁজ সন্তানের খোঁজ পেতে তাঁর মা সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন। তাতেই সতর্ক হয়ে সেই যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।

২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রয়াত অমরনাথের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। ভারতীয় কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকার পুলিশের তদন্তে ও ফরেনসিক বিষয়ে নজর রাখছে কনসুলেট। সেই সঙ্গে প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version