Saturday, May 3, 2025

সিউড়ির নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুতে এবার সক্রিয় ভূমিকা গ্রহণ শুরু করল শিকাগোর বিদেশমন্ত্রকের ভারতীয় দফতর। আমেরিকার পুলিশের তদন্তে সব রকম সহযোগিতার পাশাপাশি তাদের তদন্ত প্রক্রিয়ার ওপরও নজরদারি শুরু করা হল কনসুলেটের তরফে। শিল্পীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হয়েছে। যদিও গত দুমাসে আমেরিকায় প্রায় ১০জন ভারতীয় নাগরিকের মৃত্যু হলেও আততায়ীদের বেশিরভাগ ক্ষেত্রেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুর খবর হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রয়াত শিল্পীর বন্ধু দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রক এমনকি প্রধানমন্ত্রীর নজরে আনেন। তার আগে পরিবারের ছেলের মৃত্যুর খবর শুনে স্মম্ভিত কাকা-কাকিমা সিউড়ি থানার দ্বারস্থ হন। তাঁরা ভাইপোর দেহ ফেরতের দাবি জানান। কিন্তু তাতে খুব বেশি অগ্রগতি সম্ভব হয়নি। তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিদেশমন্ত্রক নড়েচড়ে বসে। আগেও আমেরিকায় নিখোঁজ সন্তানের খোঁজ পেতে তাঁর মা সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন। তাতেই সতর্ক হয়ে সেই যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।

২৭ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রয়াত অমরনাথের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। ভারতীয় কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকার পুলিশের তদন্তে ও ফরেনসিক বিষয়ে নজর রাখছে কনসুলেট। সেই সঙ্গে প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version