Tuesday, November 11, 2025

কথা রাখলেন মেয়র, পানীয় জলের ফেরুল পরিষ্কারের ফি মকুব ফিরহাদের

Date:

মহানগরীর বাসিন্দাদের জন্য সুখবর। এবার থেকে আর কলকাতা পুরসভার (KMC)সংযুক্ত এলাকায় পানীয় জলের লাইনে ফেরুল পরিষ্কার করার জন্য আর কোনও ফি দিতে হবে না। শনিবার পুরভবনে টক টু মেয়র (talk to mayor)কর্মসূচীর শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একবছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় থাকতেই তা পূরণ করলেন। এবার থেকে কলকাতা পুরসভার অন্তর্গত ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ড অঞ্চলে পানীয় জল সরবরাহের লাইনে ফেরুল পরিষ্কারের জন্য কোনও ফি নেওয়া হয় না।

কলকাতার সংযুক্ত এলাকায় এই কাজের জন্য ন্যূনতম ১০০ টাকা ফি নেওয়া হত। সদ্য পাশ হওয়া পুর-বাজেটে সেই ফি বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছিল। কিন্তু এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, পুর-বাজেটে ফেরুল পরিষ্কারে যে ফি বৃদ্ধির কথা রয়েছে তাতে সংশোধন হবে। তাঁর কথায় কলকাতা একটাই। এখানে সংযুক্ত এলাকা বলে কিছু নেই। পরে যোগ হওয়া অঞ্চলও কলকাতারই অংশ। তাই এখানে সবার জন্যই একই নিয়ম। মহানাগরিক বলেন, ‘কলকাতার কোথাও পানীয় জলের লাইনে ফেরুল পরিষ্কারের জন্য আমাদের নিজস্ব গ্যাং রয়েছে। কিন্তু কিছু কিছু সংযুক্ত এলাকায় এতদিন আমাদের লোকবল কম ছিল বলে ঠিকাদারদের দিয়ে ওই কাজ করাতে হত। কিন্তু এখন কলকাতা পুরসভার অন্তর্গত কোনও এলাকা থেকে এই কাজের জন্য কোনওরকম আলাদা ফি নেওয়া হবে না।’ মূলত কলকাতা পুরসভার সঙ্গে পরে সংযোজিত যাদবপুর, বেহালা, গার্ডেনরিচ ও জোকা অঞ্চলের ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে এতদিন এই আলাদা ফি নেওয়া হত।এখন সবার জন্যই এক নিয়ম প্রযোজ্য।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version