Sunday, November 9, 2025

কৃষ্ণনগরে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Date:

লোকসভার আগে দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় সমাবেশ করছেন তিনি। গতকাল, শুক্রবার আরামবাগের সরকারি কর্মসূচি থেকে বাংলার জন্য বিভিন্ন প্রকল্পে ৭ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করেন। আজ শনিবার দ্বিতীয় দিন কৃষ্ণনগর থেকে ১৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করকেন। সবমিলিয়ে দুদিনে মোট ২২ হাজার প্রকল্পের উদ্বোধন করলেন। এদিন সকালে সরকারি প্রকল্পের উদ্বোধনের পর মোদি বলেন, “বাংলার ভাইবোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প। এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে।”

শুক্রবার আরামবাগের কর্মসূচি সেরে রাতে কলকাতার রাভবনে ছিলেন তিনি। সেখান থেকে সেনা বাহিনীর বিশেষ বিমানে কৃষ্ণনগর আসেন প্রধান মন্ত্রী। সকাল ১০.৪০ মিনিটে কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মোদি। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা, রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ আরও অনেকে।

যে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন মোদি, তা বাংলায় পড়ে শোনান শান্তনু ঠাকুর। মোট ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। তার মধ্যে আছে, ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট, রামপুরহাট-মুরারই থার্ড লাইন।

এরপর সরকারি সভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হুড খোলা গাড়িতে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দলীয় জনসভায় যোগ দেন মোদি। হুড খোলা গাড়িতে মোদির সঙ্গে ছিলেন ছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version