Tuesday, December 16, 2025

আপাদমস্তক ‘দুর্নীতিগ্রস্ত’ BJP, বাংলায় এসে অসত্য ভাষণ মোদি: তোপ তৃণমূলের

Date:

কেন্দ্রীয় প্রকল্পে একমাত্র বঞ্চিত বাংলা। ১০০দিনের কাজ করিয়েও জবকার্ড হোল্ডারদের টাকা দেয়নি কেন্দ্রের মোদি সরকার। গুজরাটে লক্ষ কোটি টাকা স্ক্যাম করে দেশ ছেড়ে পালিয়েছেন বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিরা। অথচ ভোটের আগে বাংলায় এসে দুর্নীতি ইস্যুতে শাসকদলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার, কৃষ্ণনগরে সভায় তাঁর বক্তব্যের পরেই ধুয়ে দিল TMC। প্রশ্ন তোলা হল আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার।

মোদির কথায়, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড তৈরি হয়েছে। বাংলায় নাকি ২৫ লক্ষ ভুয়ো কার্ড বানানো হয়েছে। অথচ কেন্দ্রের নথি বলছে সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। এই নিয়েই নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। তাঁর কথায়, কৃষ্ণনগরে অসত্য কথা বলেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বাংলায় কাজ করিয়েও টাকা দেয়নি কেন্দ্র। ৫৯ লক্ষ বঞ্চিত জবকার্ড হোল্ডারকে টাকা দিচ্ছে রাজ্য সরকার। অথচ সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডের হদিশ যে উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল, সেই যোগী রাজ্যের ১০০দিনের টাকা আটকায়নি কেন্দ্র।

তৃণমূল নেতা শান্তনু সেন (Shantanu Sen) বলেন, মোদি-চোকসিরা লক্ষ কোটি টাকা জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি মোদি সরকার। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা অভিযুক্ত হওয়া সত্ত্বেও গ্রেফতার হননি। অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই তাঁকে নিজেদের দিকে টেনে মহারাষ্ট্রের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাজনীতির নোংরা খেলা খেলেছে বিজেপি। নারদাকাণ্ডে যে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে টিভির পর্দায় সবাই দেখল, তিনিও মোদির পায়ে ধরে বিজেপি-তে গিয়ে বসে গেলেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না! আর মোদি এখানে এসে বড় বড় কথা বলছেন! এটাও জুমলা বলে মত রাজ্যের শাসকদলের।




Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version