Monday, August 25, 2025

বাংলার অনুকরণে এবার দিল্লিতেও লক্ষ্মীর ভাণ্ডার, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Date:

কথায় বলে বাংলা আজ যা করে গোটা ভারত কাল তা করে। দেশের এই রাজ্য থেকেই মহিলা ক্ষমতায়নের ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার উন্নয়নের মাপকাঠি হিসাবে প্রথমবার মহিলা ক্ষমতায়নকে স্বীকৃতি দিয়েছে। আর গোটা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে প্রথম মধ্যপ্রদেশ লক্ষ্মীর ভাণ্ডারের মতো পথপ্রদর্শক প্রজেক্ট সব রাজ্যেই কতটা উপযোগী। ২০২৪ সালের বিভিন্ন রাজ্যের বাজেট অধিবেশনে এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারেরই ছায়া। আপ (AAP) শাসিত দিল্লিতেও মহিলাদের জন্য মাসিক ১ হাজার টাকা ভাতার ঘোষণা হল বাজেটে।

সোমবার দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আতিশি (Atishi) ঘোষণা করলেন ১৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবে দিল্লি সরকার। সরকারি কর্মী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স পেয়ার না হলেই সেই সব মহিলাদের জন্য প্রযোজ্য হবে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ (Mukhyamantri Mahila Samman Yojana)। প্রাথমিকভাবে যে মহিলারা এই সীমারেখার বাইরে তাঁরা নিজেরাই তার প্রমাণ দাখিল করে এই ভাতার সুবিধা পাবেন। খুব দ্রুত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে যাবে। তার পরেই দিল্লির আপ সরকার এই প্রকল্প চালু করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এর আগে ২০২৪ বিধানসভা বাজেট অধিবেশনে নতুন করে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করে বিজেপি শাসিত রাজস্থান সরকার। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে ‘লাডলি বেহনা’ (ladli behna) যোজনার সাফল্য দেখেছে বিজেপি। তাই রাজস্থান কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার পর সেখানে জায়গা পোক্ত করতে মহিলা ভোটে নজর দিয়েছে বিজেপি। অন্যদিকে কর্ণাটকের কংগ্রেস লোকসভা ভোটে নজর রেখে তাদের মহিলা ভাতার পরিমাণ বাংলার সমহারে বাড়িয়েছে। এবার পালা দিল্লির আপ-এর। লোকসভার আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকাতে পারলেও বাজেটে প্রস্তাব পাশ করে ঘোষণা করে রাখলেন কেজরিওয়াল।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version