Thursday, August 21, 2025

বিশ্বের সবথেকে প্রথম লিপস্টিকের ব্যবহার কোথায় হয়েছিল, পাওয়া গেল উত্তর

Date:

উৎসব অনুষ্ঠান হোক বা সপ্তাহান্তে বাজার করা, এমনকি রোজকার অফিসেও এই প্রসাধন মহিলাদের অবিচ্ছেদ্য অঙ্গ। আর গোটা বিশ্বেই এটা সত্যি। মহিলারা লিপস্টিক ছাড়া সাজ সম্পূর্ণ হয়েছে বলেই মনে করেন না। তাই প্রসাধনী সংস্থাগুলিও তাঁদের লিপস্টিকের উপকরণ, বিশেষত্ব সবই প্রতিনিয়ত বদলাচ্ছে। তবে শুনলে অবাক হতে পারেন, যে ধরনের উপাদান দিয়ে হাল আমলে লিপস্টিক তৈরি হচ্ছে, আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগেও একই ধরনের উপাদান দিয়েই লিপস্টিক তৈরি হত! সম্প্রতি রেডিও কার্বন পদ্ধতিতে মাটি খুঁড়ে পাওয়া লিপস্টিকের বয়স জানতে পারার পর উঠে এল এমনই চমকপ্রদ তথ্য।

সিন্ধু সভ্যতার সময় সমসাময়িক মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে যেসব জিনিসের বাণিজ্যিক আদানপ্রদান ছিল তার মধ্যে অন্যতম ছিল প্রসাধনী দ্রব্য। খ্রীষ্টপূর্ব সাড়ে তিন হাজার বছর থেকে দেড় হাজার বছরের মধ্যে ভারতের সিন্ধুনদকে ঘিরে বেড়ে ওঠা এই সভ্যতার সমসাময়িক অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইরানের বিভিন্ন এলাকা থেকে আজও উঁকি দেয়। ২০০১ সালে ইরানের জিরোফট্ এলাকায় একটি সমাধি খুঁড়ে কিছু প্রসাধনী দ্রব্যের খোঁজ মিলেছিল। ভিতরের প্রসাধন সামগ্রি নষ্ট হয়ে গেলেও ধাতুর তৈরি কৌটোতে যে উপাদান পাওয়া গিয়েছিল তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়।

মূলত রেডিও কার্বন পদ্ধতিতে বয়স নির্ণয় করে দেখা গিয়েছে সেই লিপস্টিকের বয়স প্রায় ৩,৭০০ বছর। টকটকে লাল রঙের সেই লিপস্টিক মূলত হেমাটাইট ও অক্সাইড জাতীয় খনিজ দিয়ে তৈরি। বিজ্ঞানের একটি পত্রিকায় দাবি করা হয়েছে সম্প্রতি যে ধরনের উপাদান দিয়ে প্রসাধন প্রস্তুতকারক সংস্থাগুলি লিপস্টিক তৈরি করে থাকে, সাড়ে তিন হাজারেরও বেশি পুরোনো ওই লিপস্টিকেও একই ধরনের উপাদানের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সিন্ধু সভ্যতার অসাধারণ নগর পরিকল্পনা দেখে যখন স্কুল পড়ুয়ারা অবাক হত, তখন বিশ্লেষণে বলা হত সেই পদ্ধতি আধুনিক নগর পরিকল্পনাতেও ব্যবহার করা হয়। ইরানে পাওয়া লিপস্টিকের নমুনা থেকেও যথেষ্ট সন্দেহ তৈরি হয় পুরোনো ফর্মুলা থেকে শিখে আধুনিক জগৎ থেকে প্রয়োগ করছে প্রসাধনী প্রস্তুত কারকরা, না কি সাড়ে তিন হাজার বছর আগেও মানুষের চিন্তাভাবনা এখনকার মতই আধুনিক ছিল?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version