Tuesday, November 4, 2025

বাংলায় এক দফায় ভোটের দাবি, শুভেন্দুকে কাঠগড়ায় তুলে কমিশনকে নালিশ তৃণমূলের

Date:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) বাংলায় (West Bengal) এক দফায় ভোট করানোর দাবি জানাল তৃণমূল কংগ্রেস (Tmc)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছে। সোমবার কলকাতায় কমিশনের ওই ফুল বেঞ্চ একে একে রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, বাংলায় এক দফাতেই করাতে হবে ভোট। এরপরই কল্যানের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দফায় দফায় বাংলায় আসবেন বলে তত দফায় ভোট হবে, তা যেন না হয়।

এদিন বাংলার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেই বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, ”যেখানে বিজেপি শাসক দল হিসাবে রয়েছে সেই রাজ্যে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে একদিনে নির্বাচন হচ্ছে না।”

পাশাপাশি এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করে কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কল্যাণের কথায়, মোদি-অমিত শাহদের সুবিধা করে দেওয়ার জন্য দ্বিগুণ ফোর্স পাঠানো হচ্ছে বাংলায়। এদিকে তাঁরা এসে মানুষকে ভয় দেখাচ্ছে। মানুষকে হুমকি দিয়ে বলছে পদ্মতেই ভোট দিতে হবে।” পাশাপাশি তিনি বলে দিচ্ছেন কোথায় সিআইএসএফ যাবে, কোথায় ইডি যাবে। কিন্তু তৃণমূল এসবে ভয় পায় না।

এছাড়াও এদিন আধার কার্ডের ইস্যু নিয়ে শুভেন্দুকে বিঁধে কল্যানের অভিযোগ, ভারতবর্ষের কোনও রাজ্যে আধার কার্ড বাতিল হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে। কেন্দ্রের মোদি সরকারের টার্গেট পশ্চিমবঙ্গ। সেই কারণেই আধার কার্ড বাতিল করেছে।’

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version