Wednesday, November 12, 2025

একযোগে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে সোমবার দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে একযোগে বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সায়নী ঘোষ (Sayoni Ghosh)।

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কটাক্ষ করে জনগর্জন সভার প্রস্তুতিতে তপনের সভা মঞ্চ থেকে সায়নী ঘোষ বলেন মন কি বাত করলে হবে না – মন কি বাত বুঝতে তো হবে, আমরা মা-বোনদের মন বুঝি। মনিপুর, উন্নাও ঘটনার প্রসঙ্গ তুলে মোদি সরকারের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এদিন সায়নী ঘোষ বলেন বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই – দিদি ছাড়া গতি নেই।

১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন আক্রমণ শানান সায়নী ঘোষ। সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে সায়নী ঘোষ বলেন একসাথে জনহুঙ্কার দিতে হবে, বুঝিয়ে দিতে হবে – কিসনে কিতনা হে দম। বিজেপিকে এদিন সায়নী ঘোষ গানের সুরে কটাক্ষ করে বলেন ভোট আসলেই বিজেপি বলে ভালোবাসি – ভালোবাসি আর ভোট দেওয়ার পর – কোথা কোথা খুজেছি তোমায়।

তপনের চৌরঙ্গীতে অনুষ্ঠিত জনগর্জন সভার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল ও চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version