Thursday, May 8, 2025

‘বিজেপি আমাকে ডাস্টবিনে রেখেছে’, বিস্ফোরক গেরুয়া সাংসদ অনন্ত মহারাজ!

Date:

Share post:

বিজেপির (BJP ) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপিরই এক নেতা! লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে অস্বস্তি বাড়লো গেরুয়া শিবিরে। বিজেপির (BJP) অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (Anant Maharaj)। কোচবিহারে কার্যত ল্যাজেগোবরে গেরুয়া শিবির! কারণ ভোটের মুখে বেঁকে বসেছেন কোচবিহারের রাজবংশী ‘মুখ’ অনন্ত। লোকসভা নির্বাচনের প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কেন্দ্রের শাসক দল সেখানে নাকি ডাকই পাননি সাংসদ। এরপরই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অনন্ত (Anant Maharaj)। জানিয়েছেন কার্যত তাঁকে ‘ডাস্টবিন’ – এর মতো ফেলে রেখেছে বিজেপি নেতৃত্ব!

অন্য দল থেকে লোক ভাঙ্গিয়ে আনা বিজেপি যে নিজের দলের নেতাদের প্রাপ্য সম্মান দেয় না তা ফের স্পষ্ট হয়ে উঠলো অনন্ত মহারাজের অভিযোগে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার মধ্যে বাংলার কুড়ি জন প্রার্থীর নাম রয়েছে। কোচবিহার আসনের জন্য নিশীথ প্রামাণিককেই টিকিট দিচ্ছে দল। প্রার্থী কার্যত ‘নাপসন্দ’ মহারাজের অনুগামীদের। এই ঘোষণার পর অনন্ত মহারাজের এক অনুগামী পিন্টু রায়ের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে আরও হইচই পড়ে যায়। সেই পোস্টে তিনি লেখেন, ‘নিশীথ প্রামাণিক যেসব প্রতিশ্রুতি কোচবিহারবাসীকে দিয়েছিলেন সেগুলির একটিও পালন করেনি। নিশীথ হারবেই।’ এরপরই অস্বস্তি বেড়েছে বিজেপির। অনন্ত বলছেন, ‘রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।’ এখানেই শেষ নয়, গ্রেটার কোচবিহার তৈরির প্রতিশ্রুতি পালন না করতে পারার জন্য প্রয়োজনে সাংসদ পদ ছেড়ে দিতেও তৈরি অনন্ত। পদ্ম শিবিরের তরফে এই নিয়ে কোনও মন্তব্য না করা হলেও কোচবিহারে বিজেপির অংকে যে বিস্তর গোলমাল শুরু হয়েছে সেটা ভালই আঁচ করতে পারছে রাজনৈতিক মহল।


spot_img

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...