“এ মাটি গদ্দারদের কোনও দিন বিশ্বাস করে না। আনুগত্যে বিশ্বাস করে। মা মাটি মানুষের সরকারই সকলের ভরসা।” পশ্চিম মেদনীপুরের সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন। সেইসঙ্গে তাঁর বক্তব্য, “আমি দিদি নম্বর ওয়ান নই। আমি বিশ্বের দিদি, সকলের দিদি, ছোট থেকে বড় সকলের দিদি, ঘরে ঘরে সকলের দিদি। মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়। আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়।”

মঙ্গলবার অনুষ্ঠান থেকে ২০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, “কাজটা আমরা করছি আর দিল্লির কিছু নেতা আর গদ্দাররা প্রচার করছে। কয়েকদিন আগে আবাস নিয়ে মিথ্যে কথা বলে গিয়েছে। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি না দেয় মে মাসের শুরু থেকেই ১১ লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু হবেই রাজ্যে। দিল্লির জন্য আমরা অপেক্ষা করব না, ভিক্ষা করব না, তোপ মমতার। মনে রাখবেন এটা আমাদের গ্যারান্টি। বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা হয়। আর দিল্লির সরকার গ্যারান্টি দিলে সেটা হয় না। ”

বিজেপি, সিপিএম-কে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “আজ বড় বড় কথা যারা বলেন তাঁদের আমি জিজ্ঞেস করি, সিপিএম এর খুনিরাই আজকে বিজেপির হার্মাদ। সেই সিপিএমের হার্মাদরাই আজকে বিজেপির সব থেকে বড় ওস্তাদ হয়ে উঠেছে। আগামী দিনের গর্জন টর্নেডো বাংলাই তুলবে। চলুন সবাই ব্রিগেডে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। ওরা মানুষের খোঁজ নেয় না।”