Sunday, November 9, 2025

নির্বাচন কমিশনের বৈঠকে ‘অসম্মান’ বাংলার আধিকারিকদের, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে অসম্মানিত করা হয়েছে বাংলার আধিকারিকদের, অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি লোকসভা ভোটের আগে কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকার রাজ্যের আধিকারিকদের ওপর চাপ তৈরি করছে বলেও অভিযোগ তোলেন তিনি। ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় বাংলার অসম্মানের বিরুদ্ধে জনগর্জন সভায় যোগ দেওয়ার অনুরোধ করেন সাধারণ মানুষকে।

সোমবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক হয় রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার থেকে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্য পুলিশের ওপর আস্থা রাখেন। তিনি বলেন রাজ্য পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের, প্রাথমিকভাবে তাদের এই প্রতিশ্রুতির ওপর সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। অথচ সোমবার একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপার থেকে রাজ্য পুলিশের ডিজিকেও কড়া ভাষায় আক্রমণ করে কমিশন।

এরপরই মুখ্যমন্ত্রীর দাবি, “বাংলাকে অসম্মান করার যে প্রবণতা তৈরি হয়েছে এরকম আগে ছিল না। বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনও ঘটেনি।” তবে রাজ্যের আধিকারিকদের ওপর দুর্ব্যবহার কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশেই হচ্ছে এমনটাও দাবি করেন তিনি। তাঁর দাবি, “জেতার ক্ষমতা থাকলে মানুষের কাছে আবেদন করে জিতুক। কেন্দ্র সরকার আধিকারিকদের ওপর চাপ দিয়ে যেভাবে নির্বাচন করতে চাইছে সেই নির্বাচন আমরা চাই না। আমরা বিজেপি নির্বাচন চাই না। বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের বলব একবার উত্তরপ্রদেশে যান।”

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version