Friday, January 30, 2026

আজ বারাসাতে মোদিকে সামনে রেখে সন্দেশখালিকে “জাতীয় ইস্যু” বানাতে চায় বিজেপি

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের (Loksabga Election) মতই আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি (Daily Passenger) শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চলতি মাসের প্রথম ও দ্বিতীয় দিন আরামবাগ ও কৃষ্ণনগরে জনসভার পর ফের রাজ্যে মোদি। এবার তাঁর জনসভা উত্তর ২৪ পরগনার বারাসাতে। যেখানে গোটা দেশে সন্দেশখালির মহিলা নির্যাতনের ঘটনাকে লোকসভা নির্বাচনে প্রচারের অন্যতম ইস্যু করতে তৎপর বিজেপি (BJP)।

সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ, বুধবার বারাসতে কাছারি ময়দানের সভাস্থলকে কার্যত ‘জাতীয় মঞ্চ’ হিসেবে ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে সন্দেশখালির নির্যাতন কাণ্ডের বিবরণ গোটা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে লাইভ সম্প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, বারাসতে প্রধানমন্ত্রীর দরবারে হাজির হয়ে সন্দেশখালির নির্যাতিতারা যে ‘বিবরণ’ দেবেন, দেশের ৫২৫৭টি জায়গায় তা লাইভ সম্প্রচারিত হবে। বিজেপি তাদের জেলা, মহকুমা ও মণ্ডল স্তরে মহিলাদের সংগঠিত করে সন্দেশখালির কাহিনী শোনাবে। তাঁদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্দেশখালির মহিলাদের লড়াইকে ‘মডেল’ বানিয়ে বাংলার পাশাপাশি অবিজেপি রাজ্যেও যে প্রচারের ঝাঁজ নাড়াতে চাইছে গেরুয়া শিবির।

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে রাত্রিবাস করেছেন রাজভবনে। আজ, সকালে মেট্রো রেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর ময়দানের আরসিটিসি গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে দমদম বিমানবন্দরে যাবেন। সেখান থেকে সড়কপথে বারাসত। সভাশেষে বিমানবন্দরে ফিরবেন একইভাবে। যাত্রা পথে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর যাত্রাপথের সুরক্ষা নিশ্চিত করতে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যশোর রোড, ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। যান নিয়ন্ত্রণ থাকবে বারাসত শহরের ভিতরে। এই পর্বেই ফের ৯ মার্চ রাজ্যে আসবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালির মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী।

 

 

 

spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...