Sunday, November 9, 2025

হার দিয়ে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগ সফর শুরু করেছিল গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালস। পরপর ৪টি ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি। দল হারলেও দিল্লির বিরুদ্ধে এক দুর্দান্ত ডেলিভারির জন্য ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন প্রোটিয়া তারকা ক্রিকেটার শবনিম ইসমাইল। মেয়েদের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও বোলার ১৩০ কিমি/ঘণ্টার বেশি গতিবেগে বল করলেন। দিল্লির বিরুদ্ধে শবনিমের করা ১৩২.১ কিমি/ঘণ্টা গতিবেগের ডেলিভারি মহিলাদের ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততম বল।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু তাঁর বোলিংয়ের ঝাঁঝ যে একই রকম আছে তার প্রমাণ দিলেন শবনিম ইসমাইল।

৩৫ বছর বয়সী মুম্বই ইন্ডিয়ান্সের তারকা এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ১২৮.৩ কিমি/ঘণ্টা গতিবেগে বল করেছিলেন। এ বার নিজের সেই বোলিং রেকর্ড ছাপিয়ে গেলেন শবনিম। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি শবনিম করেছেন ১৩২.১ কিমি/ঘণ্টা গতিবেগে। রেকর্ড গড়লেও শবনিমের টিম মুম্বই ইন্ডিয়ান্স দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিততে পারেনি। ২৯ রানে ম্যাচ জিতে নেন জেমাইমা রডরিগজ-মেগ ল্যানিংরা।

ম্যাচের শেষে শবনিম বলেন, ‘যখন আমি বোলিং করি, তখন বিগ স্ক্রিনের দিকে তাকাই না।’ মেয়েদের ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বলও শবনিমের ঝুলিতে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শবনিম প্রতি ঘণ্টায় ১২৮ কিমি গতিতে বল করেছিলেন। ওই ডেলিভারি এখনও পর্যন্ত মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম। এ ছাড়া ২০২২ সালের ওডিআই বিশ্বকাপে দু’বার প্রতি ঘণ্টায় ১২৭ কিমির বেশি গতিতে বল করেছিলেন প্রোটিয়া পেসার শবনিম।

 

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version