Tuesday, November 11, 2025

#JonogorjonSabha, বাংলার ধৈর্য-সৌজন্যকে দুর্বলতা ভাববেন না: ব্রিগেডে ঐতিহাসিক গর্জনের ডাক তৃণমূল সুপ্রিমোর

Date:

দেশের মধ্যে সংস্কৃতির পীঠস্থান বাংলা। সেখানে অপসংস্কৃতি চালুর ষড়যন্ত্র হচ্ছে। নিজের সংস্কৃতি রক্ষায় ১০ মার্চ আসুন আমরা ব্রিগেডে গর্জন করি। সবাই আসুন। বুধবার, স্যোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)আপনাদের সমবেত শপথ-স্লোগানের গর্জন যেন বাংলাকে আরও এগিয়ে নিয়ে যায়- বার্তা তৃণমূল সভানেত্রীর।

১০ তারিখ ব্রিগেডে তৃণমূল (TMC) জনগর্জন সভা। রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে শহরে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের থাকার ব্যবস্থা খতিয়ে দেখছেন খোদ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে এদিন স্যোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী। তিনি লেখেন,

বাংলার ধৈর্য ও সৌজন্যকে দুর্বলতা বলে ভুল করা উচিৎ নয়। ১০ মার্চ বহিরাগত জমিদারদের এটা মনে করিয়ে দিতে হবে।

যে জমি সর্বদা তার অধিকারের জন্য লড়াই করেছে এই রবিবার সেই ব্রিগেডে ঐতিহাসিক #JonogorjonSabha হবে।

বাংলার নিরাপদ ভবিষ্যতের জন্য, জনগণের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগ দিন।

বাংলাই দেখাবে পথ!

ভিডিও বার্তায় মমতা (Mamata Banerjee) বলেন, বাংলায় অপসংস্কৃতিকে চালুর ষড়যন্ত্র চলছে। বাংলার সংস্কৃতি রক্ষায় সবাইকে আওয়াজ তুলতে হবে। বাংলা সংস্কৃতির পীঠস্থান। এখানে সব ধর্মের মানুষের বসবাস। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্কৃতির নাম করে বাংলাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমরা মানতে পারব না। বাংলা বলে, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এখানে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই চক্রান্ত আমরা মানতে পারব  না। আসুন আমরা ব্রিগেড সমাবেশের মাধ্যমে এর বিরুদ্ধে গর্জন করি। 

 তৃণমূল সভানেত্রী বলেন, আধার কার্ড বন্ধ করার নামে NRC_CAA চালু করার চেষ্টা চলছে, এ সব আমরা মেনে নেব না। আমরা আমাদের মতো করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাব আসুন বাংলার বঞ্চনার বিরুদ্ধে, এনআরসি-র বিরুদ্ধে, আধার বাতিলের অপচেষ্টার বিরুদ্ধে আওয়াজ তুলি। মমতার অভিযোগ, বাংলায় ধর্মের নামে ভেদাভেদের অপচেষ্টা চলছে। তিনি বলেন, বাংলার ভাগ হতে দেব না। সবাই আসুন। আপনাদের সমবেত গর্জন, শপথ-স্লোগান যেন বাংলাকে আরও এগিয়ে নিয়ে যায়।





Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version