Monday, November 3, 2025

বাংলা জবাব চায়! বারাসতের সভার আগেই প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্নবাণ তৃণমূলের

Date:

লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বুধবার ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের পাশাপাশি বারাসতে (Barasat) সভা করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। আর তার আগেই এদিন সকালে মোদিকে একহাত নিল তৃণমূল (Tmc)। সোশ্যাল মিডিয়ায় মোদিকে আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) অভিযোগ, প্রধানমন্ত্রী আবার বাংলায় এসেছেন। আবার ভাষণ দেবেন। নারী শক্তি, দূর্নীতি-সহ একাধিক মনগড়া বিষয় তাঁর বক্তব্যে উঠে আসবে। এরপরই মোদিকে (Narendra Modi) আক্রমণ করে শশীর অভিযোগ, বিজেপির নেতারা মূলত বঙ্গের একাধিক বিজেপি নেতা বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তাঁকে কদর্য ভাষায় গালিগালাজ করেন কীভাবে?

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করে শশীর অভিযোগ, লাগাতার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর কথা এমনকি তাঁর শাড়ি পড়া নিয়েও কটাক্ষ শুনতে হয়। এরপরই পবন সিংয়ের প্রসঙ্গ টেনে শশীর অভিযোগ, আপনারাই পবন সিংকে প্রার্থী করেছেন, যে কী না বাঙালি নারীকে অপমান করেছে। তারপর প্রার্থী বদলালেও আপনাদের চিন্তাভাবনায় কোনো বদল আসেনি। এরপরই শুভেন্দুকে নিয়ে মোদিকে পাল্টা দিয়েছেন শশী। মোদির কাছে তাঁর অভিযোগ, আপনি আজ বারাসতে দূর্নীতি নিয়ে কথা বলবেন কিন্তু আপনার মঞ্চেই আপনার পাশে থাকবেন সিবিআই-এর এফআইআরে নাম থাকা শুভেন্দু।

তবে এখানেই শেষ না করে মোদির উদ্দেশে শশীর প্রশ্ন আপনি জানেন একজন শিখ সম্প্রদায়ের পুলিশ আধিকারিককে কীভাবে অপমান করেছেন আপনার দলের নেতা? তাঁকে খালিস্তানি বলে অপমান করেছে। ঘটনার পর এতদিন কেটে গেলেও কেউ ক্ষমা চায়নি। ঘটনার প্রতিবাদে বিজেপির সদর দফতরে শিখরা বিক্ষোভ দেখালেও বিজেপি সেদিকে কোনো গুরুত্ব দেয়নি।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version