Tuesday, December 2, 2025

বিজেপির পায়ের তলায় জমি সরে যাওয়ায় নাটক করছে, তোপ কুণালের

Date:

Share post:

আগামী ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে ‘জনগর্জন’ সমাবেশ। এই উপলক্ষ্যে পৈলান- সাতগাছিয়া এবং মহেশতলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ধুয়ে দিলেন বিজেপিকে। বুধবার এই সভায় তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখিয়ে দিয়েছেন বাংলা তৃণমূলের দুর্গ,মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ, ঘাসফুলের দুর্গ।আগের ভোটের মতো আবার ওরা যাতায়াত শুরু করেছে । এর আগে ডেইলি প্যাসেঞ্জারি করেছে তারপর মুখ পুড়েছে। বিজেপি মুখে বড় বড় কথা বলছে। আসলে পায়ের তলায় জমি সরে গিয়েছে, সব নাটক করছে। আমরা উন্নয়নের রাজনীতি করছি আর বিজেপি ধর্মের রাজনীতি করছে।

কুাণাল এদিন সাফ বলেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছায় রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রীর মতো ষাট-সত্তরটা প্রকল্প মানুষের জীবন জুড়ে আছে। রাজ্যবাসীর জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানান প্রকল্প জড়িয়ে আছে। আর বিজেপি পেট্রল থেকে ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ,সারের দাম আকাশছোঁয়া করেছে। ঘরের ভগবানকে বিজেপি রাজনীতির মিছিলে আনছে কেন, প্রশ্ন কুণালের। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে এদিন কুণালের কটাক্ষ, হাইকোর্টে একজন ভগবান সেজেছিলেন। আর আজ সিবিআইয়ের এফআইআর নেমড গদ্দারের হাত থেকে পতাকা নিচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান কংগ্রেসের অধীর চৌধুরী। আসলে বিজেপি তো কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে।

তার স্পষ্ট কথা, ক্ষমতার জন্য ভগবানকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। তার অভিযোগ, বিজেপি-আইএসএফ- সিপিএম এক জোট হয়ে ঝামেলা পাকাচ্ছে। কুণাল বলেন, তৃণমূল এত বড় পরিবার। কেউ কোনও ভুল করতে পারে। সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছি আমরা। দোষ করলে শাস্তি দেওয়া হচ্ছে।কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে।বিজেপির টার্গেট বাংলা, কিন্তু ফের বাংলায় ফিরে আসবে শাসক দল।

 

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...