Sunday, August 24, 2025

বাংলাই একমাত্র নারীদের জন্য নিরাপদ: সন্দেশখালির মহিলাদের নিয়ে মিছিল করে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম শহর কলকাতা। এই তকমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই কলকাতার রাজপথে সন্দেশখালির মহিলাদের নিয়ে পদযাত্রা ও সভা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বার্তা দিলেন, ভালো আছে সন্দেশখালি। একই সঙ্গে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে অনেকে ভুয়ো ‘সন্দেশ’ প্রচারের জন্য বিরোধীদের তুলোধনা করেন মমতা।

‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে নারীদিবসের প্রাক্কালে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। সেই মিছিলে পা মেলান সন্দেশখালি থেকে আসা মহিলারা। মিছিল শেষে ডোরিনা ক্রসিং-এর সভায় মমতা (Mamata Bandopadhyay) বলেন, “সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো ‘সন্দেশ’ও দিয়েছেন। বাংলায় জায়গাটির মিষ্টি নাম, সন্দেশ, হিন্দিতে অর্থ সংবাদও। সেই সন্দেশখালি নিয়ে ভুয়ো সংবাদ দেওয়া হচ্ছে। হতেই পারে কিছু ঘটেছে, হাতের পাঁচ আঙুল তো সমান নয়! অনেক সময় জানতে পারি না আমরা। কিন্তু কোনও ঘটনা চোখে পড়লেই ব্যবস্থা নিই। তৃণমূল নেতাদের গ্রেফতার করতেও কার্পণ্য করি না। কিন্তু BJP-র একটাই কাজ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করা।”

আরও পড়ুন: লোকসভার আগে বিরাট চমক, মতুয়া গড়ের বিজেপি বিধায়ক মুকুটমণির তৃণমূলে যোগদান

মমতা অভিযোগ করেন, সন্দেশখালি নিয়ে ভুয়ো বার্তা পিছনে রয়েছে বাংলাকে বদনাম করার চক্রান্ত। বলেন, “কেন বদনাম করা হচ্ছে বাংলাকে? কালকেও BJP নেতা বলে গেলেন, এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। চ্যালেঞ্জ করে বলছি, বাংলাই একমাত্র জায়গা, যেখানে মহিলারা নিরাপদ, সবচেয়ে বেশি সুরক্ষিত। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে বিচার হয় না, হাথরস, মণিপুরে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিলেন, নগ্ন করে ঘোরানো হচ্ছিল, কোথায় ছিলেন BJP নেতারা? বিলকিসের কথা ভুলে গিয়েছেন? কত অসহায় দলিত, সংখ্যালঘু মহিলা, তফসিলি মহিলার বিজেপির হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারেন না।”

ভারতীয় মহিলা কুস্তিগীরদের প্রসঙ্গও টেনে তুলোধনা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “খালি বাংলার উপর, বাংলার মেয়েদের উপর এত রাগ কেন? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন। সাক্ষী মালিক জলজ্যান্ত প্রমাণ। একজন কুস্তিগীর, আপনার দলের সাংসদ অত্যাচার করেছে বলে অবিযোগ, তার পরও তাঁকে চেয়ারম্যান করা হল। হাথরসে আজও বিচার হয়নি। ভয় দেখিয়ে রাখা হয়েছে। BJP-র বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না।”

মুখ্যমন্ত্রী বলেন, “সন্দেশখালির মা-বোনেরা আজ এখানে এসেছেন, মিষ্টি ‘সন্দেশ’ দিতে।“ অর্থাৎ সন্দেশখালি ভালো আছে- এদিন সেখানকার মহিলাদের মিছিলে উপস্থিত সেই বার্তাই দেয়।




Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version