Monday, August 25, 2025

তড়িঘড়ি করে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে প্রথম পর্যায়ের ২২ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপর থেকেই ধাক্কায় বেসামাল পদ্ম শিবির। শুরুটা করেছিলেন ভোজপুরী অভিনেতা পবন সিং। তাঁকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পবন জানিয়ে দেন তিনি আসানসোলে প্রার্থী হতে পারবেন না। মুখ পোড়ে বিজেপির।এখানেই শেষ নয়। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ ও বিদ্রোহ শুরু হয়েছে সর্বস্তরে। কারণ, প্রার্থী তালিকায় নাম নেই গত লোকসভা ভোটে প্রায় আড়াই লক্ষ ভোটে জেতা মোদি মন্ত্রিসভার সদস্য জন বার্লার। ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। টিকিট না পাওয়ার জন্য সরাসরি দায়ী করেছেন আলিপুরদুয়ার কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে। তবে বার্লার মান ভাঙাতে টিগ্গাই হাজির হয়েছিলেন বানারহাটের লক্ষ্মীপাড়া চা-বাগান এলাকায়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও জন বার্লা দেখাই করলেন না টিগ্গার সঙ্গে।

ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আদিবাসীদের জন্য কিছুই করেননি টিগ্গা। কোনও আন্দোলন পর্যন্ত করেননি। বরং এত অল্প সময়ে টিগ্গা কীভাবে এত সম্পত্তির মালিক হল, তা নিয়ে খোঁজখবর করা উচিত!’ তাঁর আরও অভিযোগ, ‘বিধায়কদের একাংশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার ব্যাপারে লাগাতার বদনাম করে গিয়েছেন টিগ্গা।’
তাহলে কি অন্য কোথাও থেকে প্রার্থী হবেন তিনি? নাকি টিগ্গার হয়ে প্রচারে যাবেন? বার্লার ইঙ্গিতবাহী জবাব, ‘আমি আমার লোকেদের ছেড়ে কোথায় যাব! সব আদিবাসীরা এক হয়ে যাব। এখানেই থাকব! আর প্রচার! টিগ্গার হয়ে প্রচারে গিয়ে মানুষের কাছে মার খেতে চাই না!’

গেরুয়া শিবিরে এই বিদ্রোহের মাঝেই আবার আলিপুরদুয়ার তথা ডুয়ার্সজুড়ে জোর গুঞ্জন—জন বার্লা যোগাযোগ শুরু করছেন প্রতিপক্ষে শিবির তৃণমূলের সঙ্গে।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version