লোকসভা নির্বাচনে বাংলা থেকে চূড়ান্ত ২১ পর্যবেক্ষকের নাম! সোমবার থেকে শুরু বিশেষ প্রশিক্ষণ

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে, জোরকদমে চলছে প্রচারের কাজ। তারই মধ্যে বাংলা থেকে থেকে বাইরের রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর জন্য মোট ২১ জন আইপিএস ও আইএএস আধিকারিককে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এর মধ্যে থাকছেন ১২জন বরিষ্ঠ আইএএস ও ৯ জন আইপিএস আধিকারিক। অর্থাৎ, অন্যান্য রাজ্য থেকে যেমন আইএএস আইপিএস অফিসাররা এরাজ্যে আসছেন তেমনই এরাজ্যের ২১ জন আইএএস আইপিএসকে চিহ্নিত করা হয়েছে যাদের বাইরের রাজ্যে পাঠানো হবে পর্যবেক্ষক হিসেবে। আগামী সোমবার ওই ২১ জন আধিকারিকের জন্য বিশেষ প্রশিক্ষণ (Special Training) কর্মসূচির আয়োজন করা হচ্ছে কমিশনের তরফে।

রাজ্য নির্বাচন দফতরে আয়োজিত ওই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারাও দিল্লি থেকে ওই প্রশিক্ষণ কর্মসূচিতে সামিল হবেন বলে খবর। সোমবার সকাল ১১টা থেকেই শুরু হবে এই বিশেষ প্রশিক্ষণ।

Previous articleডার্বির টিকিটের বৈষম্য নিয়ে এবার মুখ খুললো ইস্টবেঙ্গল, কী বললেন লাল-হলুদ শীর্ষকর্তা?
Next articleলোকসভা নির্বাচনে প্রবীণদের জন্য বড় উদ্যোগ! এবার মানুষের দুয়ারে পৌঁছবে কমিশন