Monday, November 3, 2025

জনগর্জন সভায় রাজনৈতিক টর্নেডোর ডাক: ‘পিন্টু বাবু’দের ঠুকে হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বাংলার বঞ্চনার বিরুদ্ধে ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় রাজনৈতিক টর্নেডো ঝড় তোলার বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর কথায়, “আগামী দিনে দেশ বাঁচাতে হলে তর্জন করতে হবে, গর্জন করতে হবে। দেশ বাঁচাতে হবে, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক টর্নেডো (Tornedo) আনতে হবে“

বৃহস্পতিবার, নারীদিবসের প্রাক্কালে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা শুধু নয়, বাংলাকে বদনাম করার কেন্দ্রের ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার ব্রিগেডের সভায় তর্জন-গর্জন করার ডাক দেন তৃণমূল (TMC) সভানেত্রী। মঞ্চ থেকে নাম না করে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন মমতা (Mamata Bandopadhyay)। পিন্টু বাবু বলে একই তির মোদি-সহ বিজেপি নেতাদের নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “আমরা এখানে আধার কার্ডও কাড়তে দেব না, এনআরসি-ও করতে দেব না। আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি, হিন্দু – মুসলমানকে ভাগ করার যে রাজনীতি, তফশিলি – আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি, আমরা এটা মানব না। সেই জন্য পিন্টু বাবু কো গুসসা হ্যায় বহুত। বিজেপিকে আমি বলি পিন্টু বাবু।“

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রবিবার ব্রিগেডে ঝড় তোলার ডাক দেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “বাংলার রূপ জাগ্রত রূপ, বাংলা প্রতিবাদ করতে জানে, প্রতিরোধও করতে জানেন। আগামীতে দেশ, বাংলাকে বাঁচাতে হলে গর্জন করতে হবে, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক টর্নেডো আনতে হবে।“

১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার সুর বেধে দিয়ে দলনেত্রী হুঙ্কার দিয়ে বলেন, “দেখা হবে ব্রিগেডের গর্জনে। আমি দেখব সেদিন কার কত গর্জন বেশি হয়। ভয়ঙ্কর গর্জন যেন হয়। যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায়। বাংলার নামে বদনাম করাটা যেন চেপে যায়। আবার খেলা হবে, দেখা হবে। বাকি কথা গর্জনে হবে। আর গর্জন যখন হবে ধামসা মাদল শঙ্খ কাঁসর, উলুধ্বনি, আজানের ধ্বনি সব হবে। বাংলার সৌজন্যতাকে দুর্বলতা ভাববেন না। ভাবছেন, অত্যাচার করবেন আর তৃণমূলকে ঢ্যাঁড়স ভাববেন। মনে রাখবেন ঢ্যাঁড়স যেমন আছে কাঁচাকলাও আছে। উচ্ছে করলা সবই আছে। মিষ্টি চিরতাও আছে। কোনটা খাবেন ঠিক করে রাখুন। বিজেপিকে আমি বলি পিন্টুবাবু।“




spot_img

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...