Wednesday, December 17, 2025

মহিলাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ পদযাত্রায় মমতা- অভিষেক 

Date:

Share post:

‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ পদযাত্রা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandopadhyay) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে রামমন্দির উদ্বোধনের দিন গত ২২ জানুয়ারি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হেঁটেছিলেন তাঁরা। আগামী রবিবারের ব্রিগেডের আগে শাসকদলের সর্বোচ্চ দুই নেতানেত্রীর এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মিছিলের মাধ্যমেই লোকসভা ভোটের প্রচার শুরু করবেন মমতা বলে অনুমান করা হচ্ছে।

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা উন্নয়নের কথা মাথায় রেখে তাঁদের স্বাবলম্বী করতে একগুচ্ছ প্রকল্প রাজ্যকে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই কথা শোনা গেছে অভিষেকের মুখেও। নবজোয়ার যাত্রায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নিতে দেখা গেছে তাঁকে। এবার রাজ্যের মহিলাদের কৃতজ্ঞতা জানাতে এবং তাঁদের অধিকার রক্ষার শপথে মমতার পাশে হাঁটবেন অভিষেক। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সেই উপলক্ষে এর আগে কলকাতা শহরে একাধিক বার পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগামী শুক্রবার বিশ্ব নারী দিবসের দিন শিবরাত্রিও। তাই নারী দিবসের এক দিন আগেই আজ কলকাতায় মিছিলে হাঁটবেন তাঁরা। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং (এসপ্ল্যানেড) পর্যন্ত পদযাত্রা করবে তৃণমূল। দলীয় সূত্রে খবর ঠিক দুপুর ২টোয় এই মিছিল শুরু হবে। এই পদযাত্রার মধ্যে দিয়ে উত্তর কলকাতায় লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল।


spot_img

Related articles

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...