মেঘলা বৃহস্পতিতে বৃষ্টির সম্ভাবনা! বড় আপডেট হাওয়া অফিসের

সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশের মুখ ভার, ভোরের দিকে হালকা ঠান্ডা আমেজে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত? ইতিমধ্যেই উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। বসন্তের বৃহস্পতিতে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। আগামী দু তিন ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বাকি জেলায় বৃষ্টির (Rain Alert) কোনও পূর্বাভাস নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিম হাওয়া বইবে। যদিও তাতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম।


Previous articleমহিলাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ পদযাত্রায় মমতা- অভিষেক 
Next articleস্কুলের পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন নয়, কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের