Wednesday, November 12, 2025

বাংলাদেশী পুরোহিতের ‘খুন’ নিয়ে BSF-কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী, কড়া শাস্তির দাবি

Date:

বিএসএফের অত্যাচারে বাংলাদেশী ইসকনের পুরোহিতের মৃত্যু! অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দীর্ঘদিন ধরেই বিএসএফের বিরুদ্ধে তৃণমূল (TMC) সুপ্রিমো-সহ শাসকদলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার, নারী দিবসের প্রাক্কালে মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভায় বিএসএফের বিরুদ্ধে বিদেশি নাগরিককে খুনের অভিযোগ তুলে BSF-র শাস্তি দাবি করেন তিনি।

তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে অভিযোগ জানিয়েছে। এটা একটা খারাপ উদাহরণ নয়? ইসকনের একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তাঁকে না কি BSF অত্যাচার করে মেরে দিয়েছে। এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে, তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে। আমাদে যদি কেউ খুন হয়, বা কোনও অন্যায় না করলেও ইডি তার বাড়িতে গিয়ে গ্রেফতার করে PLMA কেসে, তাহলে বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেফতারি হয় না কেন? কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয় না? তোমার যদি মনে হত বাংলাদেশি, তুমি কেস করতে। তুমি আইনত যা করার করতে। কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই।“

লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী আসছে রাজ্যে। এনিয়ে আগেই কেন্দ্রকে আক্রমণ করে শাসকদল তৃণমূল। এমনকী, নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে তারা। এদিন সেই বিষয় নিয়েও কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। বলেন, “পাঠিয়ে দিয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সব স্কুল ছেড়ে দাও, সব কলেজ ছেড়ে দাও, সব হাসপাতাল ছেড়ে দাও, সব স্টেডিয়াম ছেড়ে দাও। বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে। ওদের দেখবেন, কিন্তু ফিরে তাকাবেন না। আর ভয় পাবেন না। যদি জিজ্ঞাসা করে কিসকো ভোট দেনা হ্যায়? বলবেন, আপকো।“

কয়েকদিন আগেই উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের নালা তৈরির কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ শিশুর। সেই ঘটনাতেও বিএসএফকে কাঠগড়ায় তুলে সরব হয় তৃণমূল। রাজ্যপালের কাছে নালিশ জানায় শাসকদল। রাজ্যে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বারবারই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এমনকী, অতীতে ভোটের লাইনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাদাগিরি নিয়েও সবর হয়েছেন তিনি।




Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version