জয়গাঁয় ওল্ড হাসিমারা এলাকায় শ্যুট আউট, জখম ১

সোনার দোকানে ডাকাতি চেষ্টায় গুলিবিদ্ধ হলেন মালিক। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে জয়গাঁয় ওল্ড হাসিমারা (Joygan, Old Hasimara Area) এলাকায় সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মালিক সেই সময় আচমকাই চার পাঁচ জনের ডাকাত দল সোনা লুঠ করতে এলে বাধা দেন দোকান মালিক। এখন দুষ্কৃতীদের গুলিতে আহত হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে, তদন্তে নেমেছে পুলিশ।