Sunday, August 24, 2025

লোকসভা নির্বাচনের(Loksabha Election)আগে, ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Govt Employee) জন্য দরাজ মোদি সরকার (Modi Govt)। বৃহস্পতিবার, কেন্দ্রীয় মন্ত্রীসভা মহার্ঘ্যভাতা (DA) ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করল। ফলে, এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ্যভাতা হিসেবে পাবেন। ডিএ-র পাশাপাশি পেনশনভোগীদের মহার্ঘ্য ত্রাণও ৪ শতাংশ বাড়িয়েছে কেন্দ্র। এর ফলে, এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই ডিএ এবং ডিআর-এর নয়া হার কার্যকর হবে। পাশাপাশি বাড়ানো হয়েছে কর্মচারীদের এইচআরএ, অর্থাৎ, আবাসিক ভাতাও। তবে লোকসভা নির্বাচনের মুখে মোদির (Narendra Modi) এই চালকে কটাক্ষ বিরোধীদের। বিরোধীদের মতে, লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের ক্ষতে প্রলেপ দিয়ে ভোট বৈতরণী পার করতে মরিয়া গেরুয়া শিবির।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই বর্ধিত হারের ডিএ দেওয়ার জন্য ১২,৮৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে শেষবার ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। এদিন মন্ত্রীসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এলপিজি গ্যাস সিলিন্ডারে যে ৩০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার, তার মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর জন্য সরকারের ব্যয় হবে ১২,০০০ কোটি টাকা।

এছাড়াও ২০২৪-২৫ মরসুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সমর্থন মূল্য হিসেবে প্রতি কুইন্টালে ৫,৩৩৫ টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদির মন্ত্রীসভা। ফলে, আগের মরসুমের তুলনায় প্রতি কুইন্টালে এমএসপি ২৮৫ টাকা বেড়েছে। জাতীয়-স্তরের ইন্ডিয়াএআই মিশনের জন্য ১০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এছাড়া, উত্তর-পূর্ব ভারতে শিল্পায়নের জন্য ১০,২৩৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version