Saturday, November 8, 2025

মুকুটমণির পর কুনার! লোকসভা ভোটের মুখে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে প্রকাশ্যে বঙ্গ বিজেপির (BJP) দৈন্যদশা! সময় যত এগিয়ে আসছে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দল। দিনকয়েক আগেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই ফের দলের অস্বস্তি বাড়ালেন খোদ সাংসদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার মুখে কিছু না বললেও একরাশ অভিমান নিয়ে গেরুয়া সঙ্গ ত্যাগ করলেন ঝাড়গ্রামের (Jhargram) সাংসদ কুনার হেমব্রম (Kunar Hembram)। শুক্রবার রাতে দল ছাড়ার কথা জানিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন বলে খবর। তবে এপ্রসঙ্গে তৃণমূল সাফ জানিয়েছে, হারবে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কুনারের দলত্যাগের কারণে একদিকে যেমন লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি ঠিক তেমনই ঝাড়গ্রামে একেবারে মুখ থুবড়ে পড়ল পদ্ম শিবির। তবে সূত্রের খবর, ওই কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপি সূত্রে দাবি, ঝাড়গ্রামে এ বার টিকিট পেতেন না কুনার। ওই কেন্দ্রে অন্য প্রার্থীর খোঁজ চলছিল। আর সেকারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু সাংসদের বিরুদ্ধে কেন এমন সিদ্ধান্ত নিল দল? দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে টিকিট না পাওয়ার খবর কানে আসতেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সাংসদের। আর সেকারণেই এমন সিদ্ধান্ত কুনারের।

তবে নিজের মুখে দল ছাড়ার আসল কারণ স্বীকার না করলেও কুনার জানিয়েছেন, তাঁর দলত্যাগের নেপথ্যে রয়েছে শারীরিক কারণ। তিনি বৃদ্ধ হয়েছেন। নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সেই কারণেই তিনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না। কুনারের কথায়, “ব্যক্তিগত কারণেই দল ছাড়লাম। অন্য কোনও দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আপাতত রাজনীতি থেকে দূরে থাকব।’’ তবে আচমকা সাংসদের দলত্যাগ প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাফাই, ‘‘ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন। উনি কাজ করতে পারছিলেন না। দলের কারও সঙ্গে কোনও রাগারাগি নেই। আমি ওঁর চিঠি পেয়েছি।’’

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version