Friday, July 4, 2025

১০ দিন আগেই উদ্বোধন করেছিলেন মোদি! সাইবার হানার কবলে বিশ্বের প্রথম ‘বৈদিক ঘড়ি’

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হয়েছিল দিন দশেক আগেই। এবার বিশ্বের তথা ভারতের প্রথম বৈদিক ঘড়িই (Vedic Clock) সাইবার হানার (Cyber Attack) কবলে পড়ল। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhya Pradesh) আচমকা এমন ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলে খবর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিক্রমাদিত্য (Vikramaditya) নামের সেই ঘড়িটিতে সাইবার হানার কারণে ভুল সময় দেখাচ্ছে বলে খবর। তবে রীতিমতো পঞ্জিকা মেনে এই ঘড়ি তৈরি হলেও আচমকা কেন এমন হাল তা নিয়ে চিন্তা পিছু ছাড়ছে না।

উজ্জয়িনীর জীভাজীরাও মানমন্দিরের কাছে ৮৫ ফুট উঁচু একটি মিনারের উপর রয়েছে ঘড়িটি। ঘড়িটির দেখাশোনার দায়িত্বে রয়েছে উজ্জয়িনীর ‘মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিটিউট’। সেখানকার ডিরেক্টর শ্রীরাম তিওয়ারি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ঘড়ির অ্যাপটিতে সাইবার হামলা হয়। আর তারপরই ঘড়ির গতি কমে যায়। ইতিমধ্যে জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে দায়ের করা হয়েছে অভিযোগ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ২৯ ফেব্রুয়ারি ভার্চুয়ালি এই ঘড়িটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ‘বিক্রমাদিত্য’ ঘড়িটি তৈরি করেছে ভারতীয় একটি সংস্থা। এই বৈদিক ঘড়িটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয়ের মধ্যে ৩০ ঘণ্টা সময় দেখায়। সেই ঘড়িতে এক ঘণ্টার হিসাব ৬০ মিনিটের পরিবর্তে ৪৮ মিনিটে হয়। ঘড়িটির অন্যতম প্রযুক্তিবিদ সুনীল গুপ্তের মতে, প্রাচীনকালে যে ভাবে সময় গণনা করা হত, তার উপর ভিত্তি করেই ঘড়িটি তৈরি করা হয়েছে। পাশাপাশি মোবাইল অ্যাপ থেকেও চালানো যায় ঘড়ি।

Related articles

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং...

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...
Exit mobile version