রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্যের, বিজ্ঞপ্তি জারি নবান্নের

রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যে এই প্রথমবার। শনিবার নবান্নের তরফে ঘোষণা করা হল, রামনবমীতে জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে। উল্লেখ্য, চলতি বছরে ১৭ এপ্রিল রামনবমী।

এমনিতে নানা কারণে সরকারি ছুটি দেওয়ার নজির রয়েছে রাজ্যে। সেই তালিকাতে এবার আরও একটি নাম যোগ হল। এ বছর রাম নবমী পড়েছে এপ্রিল মাসের ১৭ তারিখ। ওই দিন রাজ্যে ছুটি থাকবে। তার আগে পয়লা বৈশাখেও ছুটি থাকবে সরকারি অফিস কাছারি। অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি আবার একটানা তিন দিন ছুটির সুযোগ তৈরি হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়ে, এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। বালায় মতুয়া মহাসঙ্ঘের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন-সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য সরকার ছুটি দেয়। এবার তাতে রামনবমীও থাকবে।

আরও পড়ুন- তৃণমূলের কর্মী-সমর্থকদের জন্য ব্যবস্থা কেমন? খতিয়ে দেখতে ইকো পার্কে অভিষেক