তৃণমূলের কর্মী-সমর্থকদের জন্য ব্যবস্থা কেমন? খতিয়ে দেখতে ইকো পার্কে অভিষেক

কেমন আছেন দলীয় নেতাকর্মীরা? খাবার পাচ্ছেন? শোয়ার জায়গা ঠিক আছে? ঐতিহাসিক ব্রিগেডের আগে স্বচক্ষে তা খতিয়ে দেখতে শনিবার রাতে ইকো পার্কে পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখলেন বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা।

রাত পোহালে ব্রিগেডে ঐতিহাসিক জনগর্জন সভা। তার আগে শনিবার বিকেলে ব্রিগেডের মঞ্চ ঘুরে দেখেন অভিষেক। কথা বলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে। জয় বাংলা স্লোগান তুলে বলেন, “আগামিকাল আপনাদের সঙ্গে দেখা হবে।”

রবিবার ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ। তার আগে পুঙ্খানুপুঙ্খ খবর নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি।

আরও পড়ুন- সোমবার কুণালের মধ্যস্থতায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, থাকবেন কমিশনের চেয়ারম্যান