Sunday, November 16, 2025

বসন্ত সন্ধ্যায় কবিগুরুর সৃষ্টিকে সকলের সামনে তুলে ধরলেন সংগীতশিল্পী শান্তনু রায়চৌধুরী (Shantanu Roychowdhury)। নানা ধারার গানে তাঁর অবাধ যাতায়াত তবু ‘কবিগুরুর গানে শান্তনু’ জানার পর থেকেই শ্রোতাদের আর যেন তর সই ছিল না। রবীন্দ্রসদন (Rabindra Sadan) প্রেক্ষাগৃহে একক অনুষ্ঠানে শান্তনু গাইলেন বিচিত্র ধারার ২৩টি রবীন্দ্র সংগীত (Rabindra Sangeet)। কিছু আবার হিন্দি অনুবাদে। করতালিতে এক অনন্য মুহূর্তের সাক্ষী হল প্রেক্ষাগৃহ।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI )সহযোগিতায় আয়োজিত হল এই রবীন্দ্র সন্ধ্যা। উপস্থিত ছিলেন এসবিআই-এর কলকাতা শাখার চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা। শিল্পী শান্তনু রায়চৌধুরী তালিম নিয়েছেন রবীন্দ্র সংগীত ও শাস্ত্রীয় সংগীতের। পাশাপাশি আধুনিক গানেও তাঁর গভীর দখল। এদিন অনুষ্ঠানের শুরুতেই শোনান ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’। উদ্বেল হয় শ্রোতাদের মন। দ্বিতীয় গান ‘মেঘ বলেছে’-র হিন্দি অনুবাদ। তারপর একে একে পরিবেশিত হয়েছে ‘কোথা হতে বাজে প্রেমবেদনা রে’, ‘তুমি কেমন করে গান করো হে গুণী’-র হিন্দি অনুবাদ, ‘প্রখর তপন তাপে’, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’-র হিন্দি অনুবাদ, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘দাঁড়িয়ে আছো তুমি’-র হিন্দি অনুবাদ, ‘আমার হিয়ার মাঝে’ – শিল্পীর আন্তরিক পরিবেশনকে লেখ্য ভাষায় ফুটিয়ে তোলা মুশকিল। বেশ কিছু স্বল্পশ্রুত গানও ধ্বনিত হয় শান্তনুর কণ্ঠে। কখনও ‘যদি তোর ডাক শুনে’-র হিন্দি অনুবাদ, ‘আঁধার রাতে একলা পাগল’, ‘ওই মালতিলতা দোলে’-র হিন্দি অনুবাদ, আবার কখনও ‘স্বপ্নমদির নেশায় মেশা’, ‘পিনাকেতে লাগে টঙ্কার’-এর হিন্দি অনুবাদ। তাঁকে যোগ্য সংগত করেছেন যন্ত্রসংগীত শিল্পীরা। শুরু থেকে শেষ পর্যন্ত কী অদ্ভুত এক মোহময়তায় দর্শকদের আবিষ্ট করে রাখলেন শান্তনু রায়চৌধুরী।


Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version