Wednesday, November 5, 2025

লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে।যে কোনও দিনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। কিন্তু এই আবহেও মহারাষ্ট্রে সমস্যায় ইন্ডিয়া জোট। কারণ, কংগ্রেস, শিব সেনার উদ্ধব শিবির ও এনসিপির শরদ পওয়ার শিবির একজোট হয়ে নির্বাচনে লড়তে চলেছে। কিন্তু সেই মহা বিকাশ আঘাড়ি অস্বস্তিতে পড়েছে এক কংগ্রেস নেতার মন্তব্যে। জোটসঙ্গী দলের প্রধান উদ্ধবকে ‘পড়ে থাকা শিব সেনার প্রধান’ বলে খোঁচা দিয়েছেন তিনি। আর এর পরই শুরু হয়েছে বিতর্ক।মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম উদ্ধবকে ‘বাঁচি কুচি শিব সেনা কে প্রমুখ’ বলে কটাক্ষ করেছেন।

আসলে তার এই অসন্তোষের নেপথ্যে রয়েছে উদ্ধবের একটি ঘোষণা। উত্তর-পশ্চিম মুম্বই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে উদ্ধবের দলের অমল কীর্তিকারের নাম ঘোষণা করা হয়েছে। অথচ এখনও চূড়ান্ত আসনরফা হয়ইনি। তার আগেই প্রবীণ শিব সেনা নেতার এই ঘোষণাতে তাল কেটেছে ইন্ডিয়া জোটে। চটেছে মহারাষ্ট্রের হাত শিবির। জানা গিয়েছে, সঞ্জয় নিজে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আর সেই কারণেই এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, কাল পড়ে থাকা শিব সেনার প্রধান আন্ধেরিতে উত্তর-পশ্চিম লোকসভায় প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। কাল থেকে ফোন এসেই চলেছে। এটা কী করে হতে পারে? মহা বিকাশ আঘাড়ির দুই ডজন বৈঠকের পরও এখনও পর্যন্ত আসনরফা চূড়ান্ত হয়নি। যে ৮-৯টা আসন নিয়ে আলোচনা চলছে এখনও, তার মধ্যে এই আসনও রয়েছে। তাহলে শিব সেনার তরফে এমন ঘোষণা জোটধর্মের পরিপন্থী নয় কি?

শুধুমাত্র এখানেই থেমে না থেকে, অমল কীর্তিকারের বিরুদ্ধে ‘খিচুড়ি কেলেঙ্কারি’র অভিযোগ তুলছে কংগ্রেস। তাদের অভিযোগ, কোভিড কালে পরিযায়ী শ্রমিকদের খাদ্য বিলির টাকা আত্মসাৎ করেছেন অমল।

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version