Sunday, November 9, 2025

সন্দেশখালি কাণ্ডের মধ্যেই বসিরহাটে পুরনো সৈনিক হাজি নুরুলেই আস্থা তৃণমূলের

Date:

ব্রিগেডের মঞ্চ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তালিকায় অনেক চমক রয়েছে বটে। তবে গোটা রাজ্যের নজর ছিল বসিরহাট কেন্দ্রের দিকে। কে প্রার্থী হবে তা নিয়ে তুঙ্গে ছিল আগ্রহ। কারণ, এই কেন্দ্রের মধ্যেই সন্দেশখালি। এই সন্দেশখালি নিয়ে সম্প্রতি তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। আবার বিতর্কের আবহে একবারের জন্যও সন্দেশখালি মুখো হয়নি স্থানীয় সাংসদ নুসরত জাহান। ফলে এবার যে টলি অভিনেত্রী টিকিট পাচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে তৃণমূলের নতুন প্রার্থী কে হবেন, সেটা নিয়ে চলছিল তুমুল জল্পনা চলছিল। অবশেষে ব্রিগেড ময়দান থেকে সেই জল্পনার অবসান। বসিরহাটে দলের পুরনো সৈনিকের ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমকের পাশাপাশি বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলাম। এর আগে তিনি লোকসভা আসনেও জানিয়েছিলেন। ২০০৯ সালে তাঁকে এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতেও ছিলেন। যদিও অন্য একটি কারণে ২০১৪ সালে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করাতে চাইনি তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালে তাঁকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। ২০১৬ সালে তাঁকে ফের বিধানসভা নির্বাচনে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি, সন্দেশখালি কাণ্ডের পর বসিরহাট কেন্দ্র থেকে কোনও ঝুঁকি নিয়ে চায়নি শাসক দল। আর সেই কারণেই বসিরহাট কেন্দ্রকে হাতের তালুর মতো চেনা ঘরের লোককেই প্রার্থী হিসেবে বেছে নেন তৃণমূল।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: প্রার্থী খুঁজতে এবার কর্পোরেট কায়দায় ইন্টারভিউ স্ট্যালিনের

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version