Saturday, May 3, 2025

ডার্বির রং সবুজ-মেরুন, ISL-এর ফিরতি বড় ম্যাচে লাল-হলুদকে ৩-১ গোলে হারালো মোহনবাগান

Date:

ডার্বির রং সবুজ-মেরুন। ISL-এর ফিরতি বড় ম্যাচে লাল-হলুদকে ৩-১ গোলে হারালো মোহনবাগান। বাগানের হয়ে গোল জেসন কামিংস, লিস্টন কলাসো এবং পেত্রাতোসের। লাল-হলুদের হয়ে গোল ক্রেসপোর।

প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পরে ইস্টবেঙ্গল। প্রথমে সুযোগ পেয়ে গেলেও সোনার সুযোগ হেলায় হারান লাল-হলুদ ক্যাপ্টেন ক্লেইটন সিলভা। তারপর থেকেই দাপট শুরু করে মোহনবাগানের। এরপর এক এক করে তিন গোল তুলে নেয় তারা। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল এক গোল ফেরত দিলেও তা জয়ের জন্য বা ১ পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না।

দ্বিতীয়ার্ধে একেবারে বদলে যায় ইস্টবেঙ্গল। দুই পরিবর্তন আনেন কুয়াদ্রাত। আর তাতেই আক্রমণে ফেরে লাল-হলুদ। একটা গোলও শোধ করে তারা। সউল ক্রেসপোর গোলে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল।

এদিনের ডার্বিতে প্রথম দুই গোলের ক্ষেত্রেই অবদান সেই প্রেত্রাতোসের। রবিবারের ডার্বিতে যদিও প্রথম সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলই। ১২ মিনিটে পেনাল্টি আদায় করেন ক্লেইটন সিলভা। নিজেই শট নিতে গিয়ে সুযোগ নষ্ট করেন। ডানদিকে ঝাঁপিয়ে শট বাঁচান বিশাল কাইত। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল-হলুদ।  ২৭ মিনিটে প্রথম গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। প্রভসুকান গিলের ভুলেই পিছিয়ে পড়ে কুয়াদ্রাতের দল। পেত্রাতোসের ডানদিক থেকে নেওয়া শট কোনওমতে গিল বাঁচালেও তা বিপদের বাইরে করতে পারেননি বল গিয়ে পড়ে কামিন্সের পায়ে। ট্যাপ করে গোল করে যান বিশ্বকাপার। তেব একটা গোল নয়, প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মোহনবাগান। পেত্রাতোস ৩৬ মিনিটে ফের গোল করান লিস্টন কোলাসোকে গিয়ে। এক্ষেত্রেও তাঁর শট বারে লাগে। ফিরতি বল ফের পান পেত্রাতোস। বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিস্টনকে পাস দিলে তিনিও ট্যাপ করে বল জালে ঢোকান। প্রথমার্ধের একেবারে শেষদিকে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। নন্দাকুমারের বক্সের মধ্যে ফাউল করে বসায় সুযোগ পায় সবুজ-মেরুন। গোল করতে ভুল করেননি পেত্রাতোস।

দ্বিতীয়ার্ধ শুরু থেকে দাপট দেখায় লাল-হলুদ । যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে ১-৩ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হো গোলটি করেন ক্রেসপো। ক্লেইটনের ক্রস বুকে রিসিভ করে গোল করে যান। এরপর সুযোগ পেয়েছিলেন ক্লেইটন। তবে বিশাল ফের সেভ করেন। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে লাল-হলুদ। দিশেহারা অবস্থা হয় মোহনবাগান সুপার জায়েন্টের। তবে গোল খায়নি তারা। ফলে সমস্যা হয়নি হাবাসের।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: প্রার্থী খুঁজতে এবার কর্পোরেট কায়দায় ইন্টারভিউ স্ট্যালিনের

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version