Wednesday, August 13, 2025

চাপের কাছে নতি স্বীকার না করায় অরুণকে স্যালুট, অভিজিৎকে মোক্ষম খোঁচা তৃণমূল সভানেত্রীর

Date:

বাংলার বিরুদ্ধে নীতি বহির্ভূত কাজ করতে চাননি নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। শেষ পর্যন্ত শনিবার রাতে পদত্যাগ করেন তিনি। এই ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জনগর্জন সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি, অরুণ গোয়েলকে স্যালুট জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন ব্রিগেডের মেগা সমাবেশের মঞ্চ থেকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, রাজনৈতিক ভাবে বাংলায় শাসকদলের সঙ্গে পেরে না উঠে, সব দিক থেকে কোণঠাসা করার চেষ্টা করছে মোদি সরকার। মমতা বলেন, বাংলার উপর অত্যাচার ও অন্যায় সহ্য করতে না পেরে অরুণ ইস্তফা দিয়েছেন। এ জন্য তিনি তাঁকে স্যালুট করছেন।

কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল গত সপ্তাহে। সেই টিমে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং তৎকালীন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। শনিবার, অরুণ ইস্তফা দেওয়ার পরেই জানা যায়, বাংলায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও বেশি দফায় ভোট করার কেন্দ্রের ষড়যন্ত্র মানতে পারেননি তিনি। সেই কারণে পদত্যাগ। এই ঘটনা নিয়েই সুর চড়ান মমতা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বলপ্রয়োগের ক্ষেত্রে দিল্লির নেতাদের এবং তার শীর্ষ কর্তাদের চাপের কাছে নতি স্বীকার না করার জন্য আমি অরুণ গোয়েলকে স্যালুট জানাই। এটা প্রমাণিত হয়েছে যে তারা কী করতে চায়৷ নির্বাচনের নামে তারা ভোট লুট করতে চায়।“ বিষয়টি নির্বাচনের নামে ‘কলঙ্ক’ বলে তীব্র কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সভা মঞ্চ থেকে নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলোধনা করেন মমতা। বলেন, “বিচারবিভাগকে করজোড়ে বলছি, জনগণ আপনাদের কাছে বিচারের জন্য যায়, আপনারা বিজেপির কুর্সিতে বসে বিচার করবেন না“। তৃণমূল সভানেত্রী তীব্র আক্রমণ করে বলেন, “দেখলেন তো, ওঁদের মুখোশ খুলে গিয়েছে। কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখরো। পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবুর।“




Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version