Monday, May 5, 2025

২০২৪ আসন্ন আইপিএল-এ খেলবেন না ঋষভ পন্থ? জল্পনা সেদিকেই। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৪ আইপিএল। আর তার আগে দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দল ঘোষণা করেছে দিল্লি কর্তারা । আর সেখানে নাম নেই পন্থের। সম্প্রতি মনে করা হচ্ছিল ভয়াভয় দুর্ঘটনার পর ফের কামব্যাক করবেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু প্রাথমিক দলে নাম না থাকায় জল্পনা উড়ছে আইপিএলএ ঋষভ পন্থের না থাকার। প্রশ্ন উঠছে, তাহলে কি আইপিএলে দেখা যাবে না পন্থকে?

সূত্রের খবর, এখনও পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি পন্থ। যার ফলে বাঁহাতি ব্যাটারকে ছাড়পত্র দেয়নি এনসিএ। সেই জন্যই তাঁকে প্রাথমিক দলে রাখা যায়নি। তবে ফিটনে স সার্টিফিকেট পাওয়ার পরে আলাদাভাবে পন্থকে দলের অন্তর্ভুক্ত করতে পারে দিল্লি ক্যাপিটালস।সম্প্রতি একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন পন্থ। বাঁ হাতি পন্থের খেলা দেখে প্রত্যক্ষদর্শীদের মনে হয়েছে, দুর্ঘটনার আগে ঠিক যেমন ছন্দে ছিলেন, এখনও ঠিক তেমনই রয়েছেন।

এদিকে পন্থকে খেলানো নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালস শিবির। দলের কোচ রিকি পন্টিং বলেছিলেন, “ঋষভ পুরোদস্তুর আত্মবিশ্বাসী যে আসন্ন টুর্নামেন্টে ওকে পাওয়া যাবে। কিন্তু কোন ভূমিকায়, সেটা বলা সম্ভব নয়। আমরা সেই ব্যাপারেও নিশ্চিত নই।” তবে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, পন্থকে নিয়ে টিম ম্যানেজমেন্ট মোটেও তাড়াহুড়ো করতে চায় না। তবে ঋষভকে খেলানো নিয়ে আশাবাদী তিনিও।

আরও পড়ুন- ‘তাড়াতাড়ি খেলা শেষ করো, আমরা পাহাড় দেখতে যাব’, ইংল্যান্ডের ক্রিকেটার বললেন সরফরাজ, কিন্তু কেন ?



Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version