Thursday, August 21, 2025

“খেলা হবে” স্লোগান তুলেই প্রচার শুরু তৃণমূলের বিশ্বকাপ জয়ী প্রার্থী কীর্তি আজাদের

Date:

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রবিবাসরীয় ব্রিগেডের জনগর্জনের মধ্যেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকায় পরতে পরতে চমক। যার অন্যতম কীর্তি আজাদ। যিনি ১৯৮৩ সালে ভারতের বিশ্ব কাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।

নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন কীর্তি।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “খেলা হবে” স্লোগানেই আস্থা রাখছেন বিশ্ব চ্যাম্পিয়ন কীর্তি আজাদ। আজ, সোমবার সকালে বর্ধমানের অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন দলের সমর্থকেরা।

এরপর একটি দেওয়াল লেখায় হাতও লাগান। স্থানীয় রাধারাণী স্টেডিয়ামের মাঠে আসেন। তখন সেখানে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। স্থানীয় অল্পবয়সী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং প্রয়োজনীয় টিপস দেন। তাঁর কথায়, “‘এটা আমার কাছে সরস্বতীর মন্দির। যে খেলা আমাকে এত কিছু দিয়েছে তার কাছে এলাম। ওদের বলেছি। ভাল খাওয়া দাওয়া করো। আমি মৈথীলী। তাই বলেছি, নানা রকম মাছ খাও। ছোট মাছ খাও। সফট ড্রিঙ্ক না খেয়ে নিম্বু পানি খাও, চিনি দিয়ে”!

রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে কীর্তি আজাদ বলেন, “কোনও আসন কারও স্থায়ী হতে পারে না। বর্ধমানও নয়। সিপিএমের চৌত্রিশ বছরের শাসনকে দিদি হারিয়ে দিয়েছেন। মোদি-অমিত শাহ তো অনেক কিছু বলেছিলেন। আর দিদি হুইলচেয়ারে বসে খেলা হবে বলে দেখিয়ে দিয়েছেন।” মানুষের আশীর্বাদে জিতলে আগের মতই তিনি খেলার জন্য কিছু করবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু যা করবেন দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই হবে। বিজেপিকে কুৎসাকারী, মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন কীর্তি।

 

 

Related articles

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...
Exit mobile version