Tuesday, August 26, 2025

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কাশিপুর থানা ইতিমধ্যেই কলকাতা পুলিশের আওতায় এসেছে। নতুন ডিভিশনও গঠন করা হয়েছে। ওই থানাগুলি ভেঙে ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর থানা তিরি হয়েছে। এই ডিভিশনে আরও ৪টি নতুন থানা হবে। সেগুলি হল হাতিশালা, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর ও বোদরা। জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা ভেঙে ২টি নতুন থানা তৈরি করা হচ্ছে। সেই খেয়াদহ এবং আটঘরা থানাও চলে আসবে ভাঙড় ডিভিশনের অধীনে।এবার অরুণ খেয়াদহ এবং আটঘরা থানার জন্য রাজ্য সরকার ৩১৪টি পদের অনুমোদন দিয়ে দিল।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অধীনে থাকা নরেন্দ্রপুর থানাকে ভেঙে নতুন আরও ২টি থানা তৈরি করা হবে। নরেন্দ্রপুর থানা আগের মতোই বারুইপুর পুলিশের আওতায় থাকবে। তবে এই থানা ভেঙে নতুন করে তৈরি হতে চলা খেয়াদহ এবং আটঘরা নামের দুটি থানা কলকাতা পুলিশের অধীনে থাকবে। অন্যদিকে কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকা ও থানার সংখ্যা দুটোই বাড়ছে। এখন সেই খেয়াদহ এবং আটঘরা থানার জন্য ১৫৭টি করতে মোট ৩১৪টি পদের অনুমোদন দিয়েছে নবান্ন। সেই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও।

সেই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে নতুন দুটি থানার জন্য ২জন করে মোট ৪জন ইন্সপেক্টর, ১০ জন করে মোট ২০জন সাব ইন্সপেক্টর, ৪জন করে মোট ৮জন মহিলা সাব ইন্সপেক্টর, ২জন করে মোট ৪জন সার্জেন্ট, ১২জন করে মোট ২৪জন এ এস আই, ৩জন করে মোট ৬জন মহিলা এ এস আই, ৮০জন করে মোট ১৬০জন কনস্টেবল, ৩০জন করে মোট ৬০জন মহিলা কনস্টেবল, ১২জন করে মোট ২৪জন ড্রাইভার, ১জন করে মোট ২জন ইউ ডি এ এবং সমসংখ্যক এল ডি এ নিয়োগ করা হবে। সব মিলিয়ে ৩১৪জন নিয়োগ হতে চলেছেন এই দুটি থানায়। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, যে ২৪জন ড্রাইভার নেওয়া হবে তাঁদের চুক্তির ভিত্তিতে নেওয়া হবে এবং তাঁদের মাসিক বেতন হবে ১৩৫০০ টাকা করে।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version