Saturday, August 23, 2025

আইনি বৈধতায় পুরো বিষয়টা আটকে আছে। সেই বৈধতা মিললেই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সোমবার এসএলএসটি কর্মপ্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এদিন এই আইনি জট নিয়ে হাইকোর্টে এজি কিশোর দত্তের সঙ্গে বৈঠকে বসেন কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও রাজ্যের তরফের আইনি পরামর্শদাতা, শিক্ষা সচিব মণীশ জৈন, স্কুল কমিশনার ও স্কুল ডেপুটি সেক্রেটারি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুরো বিষয়টিই আইনি বৈধতার উপর নির্ভর করছে। আইনি বৈধতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই নিয়োগ দেবে রাজ্য।

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে যখন রায় দিয়েছেন, তখন তিনি বলেছেন যে তিনি একজন নিরপেক্ষ বিচারপতি হিসেবেই রায় দিয়েছেন কোনও রকম রাজনৈতিক দলের হয়ে রায় দেননি। কিন্তু এখন বোঝা যাচ্ছে তার কথা কতটা অমূলক। শিক্ষামন্ত্রীর সাফ কথা, ২০২২ সালে যখন এসএসসি চেয়ারম্যান আবেদন করে বলেছিলেন আদালত যদি বলে সুপার নিউমেরিক পদ বাতিল করতে হবে, তাহলে শিক্ষা দফতর তাই করতে রাজি। কিন্তু এর ফলে যাঁরা বঞ্চিত হবে তাঁদের কীভাবে চাকরি দেওয়া হবে সেটাও কি আদালতই বলে দেবে? যদি তাই হয় শিক্ষা দফতর সেই অনুযায়ী এগোবে। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন সমাধান না দিয়ে আরও জটিলতা তৈরি করে দিয়েছেন।

এজির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু হাই কোর্টে দ্রুততার সঙ্গে শুনানি চলছে, আশা করা যায় দ্রুত তা শেষ হবে। তাই এখনই কোনও প্রক্রিয়ায়  না গিয়ে, রায়ের জন্য অপেক্ষা করা হবে।

কুণাল ঘোষ জানান, দু দফায় বৈঠক হয়েছে আজ। মারাত্মক আইনি জটে সবটা আটকে। কারোর ভুলের জন্যই যে এই জট তৈরি হয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইচ্ছা করলেই সমাধান দিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি, বদলে আইনি জট বাড়িয়ে দিয়ে গেছেন। সেই জট খোলার চেষ্টা করা আছে। মুখ্যমন্ত্রী নিয়োগ দিতে চাইছেন, শিক্ষামন্ত্রী চাইছেন, শিক্ষাসচিব চেষ্টা করছেন। অথচ আইনি জটিলতা পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে।

এজির সঙ্গে বৈঠকে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জরুরী ভিত্তিতে শুনানি চলছে। প্রায় প্রতিদিনই শুনানি চলছে। এখন রায়ের জন্য অপেক্ষা।

চাকরিপ্রার্থীদের তরফে সইদুল্লা জানান, তাঁরা সরকারের কাছে কৃতজ্ঞ। আইনি জট কাটার জন্য আশাবাদী তাঁরা। সবাই চেষ্টা করছেন, আশা করছি জট কেটে দ্রুত সমস্যার সমাধান হবে।

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version