প্রার্থী ঘোষণার পরেই উত্তরে অভিষেক, বৃহস্পতিবার জলপাইগুড়িতে সভা

জলপাইগুড়ি জেলা তৃণমূলের (TMC) ডাকে বৃহস্পতিবার ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা

লোকসভা ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে। ১০ মার্চ মেগা সমাবেশে অভিনবভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ইতিমধ্যে জোরকদমে প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসকদল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জলপাইগুড়ি জেলা তৃণমূলের (TMC) ডাকে বৃহস্পতিবার ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা।

বৃহস্পতিবার দুপুর দুটোয় জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে অভিষেকের জনসভা হবে। ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার মানুষের প্রতি অভিষেক বার্তা দেন, “এমন আওয়াজ তুলুন, দিল্লির বুকে ভূমিকম্প অনুভূত করেন বহিরাগত নেতারা”। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”লড়াইয়ের ময়দানে লড়ে নেব। খেলা হবে। তৈরি থেকো বিজেপির বন্ধুরা জনগর্জন কী, আজকে শুধু একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা বাংলার আপামর জনতা দেখাবে।” অভিষেক জানান, এদিন যে কর্মসূচির সূচনা হল, তার নাম “জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন”। সেই গর্জনের আওয়াজ তুলতেই জলপাইগুড়িতে (Jalpaiguri) সভা করবেন অভিষেক।